TRENDING:

রাশিচক্র ১৬ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:
দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য
advertisement
1/13
রাশিচক্র ১৬ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ সারা দিন নিজের মনের কথা শুনতে ইচ্ছা করবে এবং একা থাকতে ইচ্ছা করবে। কিন্তু সন্ধ্যেটা প্রিয়জনের সান্নিধ্যে কাটান, মন ভালো হয়ে যাবে।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সাফল্য প্রায় দোরগোড়ায় চলেই এসেছে। আত্মতুষ্টি ঘিরে রেখেছে আপনাকে। শুধু এই শেষ বেলায় কাজে ঢিলে দেবেন না। না হলে তীরে এসেও তরী ডুববে।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সঠিক মানুষটিকে বেছে নিতে পারলেই সব সমস্যার সমাধান হবে, ভালোবাসা আপনাকে কষ্ট দেওয়ার বদলে ভরিয়ে তুলবে আনন্দে- তাই সতর্ক থাকুন!
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটা বেশ অন্যরকম হবে। যখন মনে হবে আর কোনও আশা নেই, তখনই অপ্রত্যাশিত ভাবে লাভের মুখ দেখবেন।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ আপনার মনোভাব যে কোনও ব্যাপারেই বেশ নমনীয়। এই মনোভাব কর্মক্ষেত্রে অগ্রগতির সহায়ক হবে, পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মনোমালিন্য এড়িয়ে চলতে সাহায্য করবে।
advertisement
7/13
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। যে কাজগুলো ততটাও গুরুত্বপূর্ণ নয়, সেগুলোর পিছনে সব শক্তি ব্যয় করে ফেলবেন না। না হলে আসল সময়ে কোনও কিছুই করে ওঠা সম্ভব হবে না।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ মনের কথা না শুনে চললে বিপদে পড়তে হতে পারে। তবে চোখ-কান খোলা রাখুন, প্রয়োজনে কূটনৈতিক পন্থা অবলম্বন করতে ভুলবেন না।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। রিয়েল এস্টেটে বিনিয়োগ আজ অপ্রত্যাশিত লাভের মুখ দেখাবে। বাণিজ্য থেকেও লাভবান হবেন। তবে বৃহত্তর লাভের আশায় এখনও দিন গুনতে হবে।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ কর্মক্ষেত্রে নানা ব্যাপারে আপনার আশঙ্কা সত্যি হতে পারে। মাথা ঠাণ্ডা রাখুন, ভুলবেন না- জগতে শুধু পরিবর্তনটাই নিত্য, দুঃসময় বেশি দিন থাকে না।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কর্মক্ষেত্রে আজ আপনার প্রতিভায় সবাই মুগ্ধ হবেন। ব্যক্তিগত ক্ষেত্রে আপনার ভাগ করে নেওয়া মতামত বা গোপনকথা সঙ্গী/সঙ্গিনীকে আরও কাছাকাছি নিয়ে আসবে।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার যে কোনও ব্যাপারেই অন্যকে দোষারোপ করতে ইচ্ছা করবে। মাথা ঠাণ্ডা রাখুন, আপনি যা ভাবছেন, পরিস্থিতি আদৌ সেরকম নয়।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সকালের দিকটায় ব্যক্তিগত জীবনে অশান্তির সম্ভানা আছে। তবে দিন যত গড়াবে, সেই সব উধাও হয়ে যাবে। সন্ধ্যেটা কাটবে মসৃণ এবং মধুর ভাবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাশিচক্র ১৬ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল