রাশিচক্র ১৬ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য
advertisement
1/13

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ সব দিক থেকেই পরিস্থিতি কঠিন হবে। যদি ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারেন, সব সমস্যার মোকাবিলা করা সম্ভব হবে।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ যত পরিশ্রমই করুন না কেন, ফলাফল আশানুরূপ হবে না। তাই মাথা ঠাণ্ডা রাখুন, মুষড়ে পড়বেন না।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। নিজের আবেগপ্রবণতায় রাশ টানুন, না হলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা ভুল লোককে বলে ফেলার সম্ভাবনা আছে।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্রের চেয়ে আজ পারিবারিক দিকে বেশি সময় দিতে ইচ্ছে করবে- যা করবেন ভালো করে ভেবে করুন।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজ সারা দিন প্রিয় মানুষদের সঙ্গে নানা আলোচনায় কাটবে। কর্মক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গী সাফল্য নিয়ে আসবে।
advertisement
7/13
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ সারা দিন থাকবে আপনার অনুকুলে। তাই যদি ভবিষ্যতের পদক্ষেপ করতে হয়, আজকেই করা ভালো।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজকের দিনটা নিজের যত্ন নেওয়ার দিন, তবে সেটা করতে গিয়ে অনেক খরচও হয়ে যেতে পারে।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নেতিবাচক চিন্তাভাবনা সরিয়ে আজ যতটা সম্ভব অন্যদের সাহায্য করুন, ভবিষ্যতে সুফল পাবেন।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সব কাজে প্রিয়জনদের সাহায্য পাবেন, ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা আছে।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কর্মক্ষেত্রে সাফল্য আপনার করায়ত্ত হবে। তবে কাজের বোঝা বাড়বে বই কমবে না।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ মন অকারণে ভালো থাকবে, বন্ধুদের সঙ্গে হইচই করতে ইচ্ছা করবে। সেটা করতে গিয়ে হাতের কাজ ফেলে রাখবেন না।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে ভালো করে চিন্তাভাবনা না করে ঝুঁকি নেবেন না। যদি সব দিক খতিয়ে দেখা হয়, তাহলেই একমাত্র ঝুঁকি লাভজনক সাব্যস্ত হবে।