শুধুই এই কথাটি বলতে হয়, তবেই মা তুষ্ট, মা-সন্তানের বাৎসল্যে অপার আনন্দের সৃষ্টি
Last Updated:
advertisement
1/6

মা অর্থাৎ প্রতিটি সন্তানের কাছে শক্তির বিপুল উৎস ৷ মায়ের হাসি সন্তানের হাসিতেই শুরু হয় আর সন্তানের দুঃখের সঙ্গে সঙ্গে মায়ের দুঃখের সূচনা হয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/6
বীরভূমের তারাপীঠ আজ সারা পৃথিবীর কাছে অত্যন্ত অনুপ্রেরণার মনের শান্তি প্রাণের শান্তি এখানেই খুঁজে পান অনেক ভক্তই ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/6
সাধক বামাক্ষ্যাপা, তারা মায়ের পাগল ছেলে মা মা বলে সারাদিন মাতৃ আরাধনায় নিজেকে নিয়োজিত রাখতেন বামাচরণ-বাবা থেকে হয়েছিলেন সকলের সাধক বামাক্ষ্যাপা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/6
তারা মায়ের করুণায় বহু মানুষের জীবনের অনেক বিপত্তি থেকে মুক্তি পেয়েছেন মানুষেরা ৷ দুর্দশায় মায়ের শরণে প্রতিটি সন্তানই নিজেদের সুরক্ষিত করেছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/6
আনন্দময়ীর মায়ের স্পর্শে জীবন হয়ে উঠেছে অত্যন্ত সুন্দর ও সংঘবদ্ধ ৷ আধ্যাত্মবোধের চেতনায় সম্পৃক্ত হয়েছেন, পেয়েছেন মানসিক শান্তি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/6
মা তারা সবার মায়ের সন্তানের সমস্ত সমস্যায় তিনি বারেবারে সন্তানকে তাঁর স্নেহের আঁচলে স্থান দিয়েছেন বারেবারে ৷ করুণাময়ী মায়ের নামেই যেন জীবনের সব কষ্টেও মুক্তি আসে নিমেষেই ৷ বিশেষ কোনও মন্ত্র প্রয়োজন হয়না মায়ের কাছে একটি কথা বললেই অনেকখানি শান্তি পাওয়া যায় ৷ শুধু বলতে হয় মা আমি মন্ত্রতন্ত্র জানিনা আমি তোমার সন্তান, তুমি আমার পুজো গ্রহণ কর মা ৷ সন্তানের ডাকে মা সাড়া দিয়ে কি কখনও থাকতে পারে ? ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শুধুই এই কথাটি বলতে হয়, তবেই মা তুষ্ট, মা-সন্তানের বাৎসল্যে অপার আনন্দের সৃষ্টি