TRENDING:

Holi Hacks for Mobile: রঙে ফোন ভিজে গেছে? কুছ পরোয়া নেই..সামান্য এই ঘরোয়া উপায়েই বাঁচিয়ে নিন মোবাইল

Last Updated:
কাল দোল৷ রঙ-জল-হুল্লোড়ের মাঝে হঠাৎ করে যদি বেখেয়ালে ফোন ভিজে যায়, তাহে বিপত্তির অন্ত থাকবে না৷ কিন্তু, ভয় নেই৷ ফোন ভিজে গেলেই খুব সামান্য ঘরোয়া উপকরণেই তা শুকিয়ে ফেলা সম্ভব হয়৷ এই প্রতিবেদনে সেই উপা.গুলি নিয়েই কথা বলব আমরা৷
advertisement
1/7
রঙে ফোন ভিজে গেছে? কুছ পরোয়া নেই..সামান্য এই ঘরোয়া উপায়েই বাঁচিয়ে নিন মোবাইল
কাল দোল৷ রঙ-জল-হুল্লোড়ের মাঝে হঠাৎ করে যদি বেখেয়ালে ফোন ভিজে যায়, তাহে বিপত্তির অন্ত থাকবে না৷ কিন্তু, ভয় নেই৷ ফোন ভিজে গেলেই খুব সামান্য ঘরোয়া উপকরণেই তা শুকিয়ে ফেলা সম্ভব হয়৷ এই প্রতিবেদনে সেই উপা.গুলি নিয়েই কথা বলব আমরা৷
advertisement
2/7
যদি আপনার মোবাইল ফোন ভিজে যায়, তাহলে সঙ্গে সঙ্গে এটি বন্ধ করে দিন, সিম কার্ড ও মেমোরি কার্ড (যদি থাকে) বের করে নিন এবং ফোনটি হালকাভাবে ঝাঁকিয়ে অতিরিক্ত জল বের করার চেষ্টা করুন। এরপর, ফোনটিকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিন এবং অবশ্যই চার্জিং পোর্ট নীচের দিকে রেখে রাখুন।
advertisement
3/7
ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন – ভিজে থাকা অবস্থায় ফোন ব্যবহার করার চেষ্টা করবেন না, কারণ এটি ক্ষতি করতে পারে।
advertisement
4/7
সিম কার্ড ও মেমোরি কার্ড বের করুন – এটি ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশকে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে।ফোনটি হালকা ঝাঁকান – চার্জিং পোর্ট নিচের দিকে রেখে ফোনটিকে আলতো করে ঝাঁকান, যাতে ভেতরে থাকা অতিরিক্ত জল বের হয়ে আসে।
advertisement
5/7
বাতাসে শুকাতে দিন – ফোনটিকে চার্জিং পোর্ট নীচের দিকে রেখে অন্তত ২৪ ঘণ্টা শুকাতে দিন।
advertisement
6/7
হেয়ার ড্রায়ার বা অন্য কোনো তাপের উৎস ব্যবহার করবেন না – এতে ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
advertisement
7/7
সিলিকা জেল প্যাকেট বা শুকনো ইনস্ট্যান্ট ওটমিল ব্যবহার করুন – এগুলো ফোনের ভেতরে থাকা আর্দ্রতা শুষে নিতে সাহায্য করবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Holi Hacks for Mobile: রঙে ফোন ভিজে গেছে? কুছ পরোয়া নেই..সামান্য এই ঘরোয়া উপায়েই বাঁচিয়ে নিন মোবাইল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল