TRENDING:

Highest Paid Lawyers in India: আরজি কর কাণ্ডে সেরা আইনজীবীদের লড়াই, কিন্তু জানেন কি ভারতের সবচেয়ে দামি উকিল কে? একদিনের জন্য কত টাকা নেন? চমকে যাবেন এই তথ্য শুনে

Last Updated:
Highest Paid Lawyers in India: যিনি যত বেশী হারে মক্কেলদের পছন্দের বিচার এনে দিতে পারবেন তিনি ততটাই সফল আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে তাঁর দক্ষিণা।
advertisement
1/7
আরজি কর কাণ্ডে সেরা আইনজীবীদের লড়াই,কিন্তু জানেন কি ভারতের সবচেয়ে দামি উকিল কে?
কথায় বলে, উকিল আর ডাক্তারের কাছে নাকি কিছু লুকাতে নেই। কারণ, কিছু লুকালে তাঁরা আপনাকে বাঁচাতে পারবেন না। আর কোন আইনজীবী তাঁর মক্কেলকে কতটা 'বাঁচাতে' পারেন তার ভিত্তিতেই বলা হয় সেই আইনজীবী কতটা সফল।
advertisement
2/7
আরজি কর কাণ্ডে সেরা আইনজীবীদের লড়াই,কিন্তু জানেন কি ভারতের সবচেয়ে দামি উকিল কে?
যিনি যত বেশী হারে মক্কেলদের পছন্দের বিচার এনে দিতে পারবেন তিনি ততটাই সফল আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে তাঁর দক্ষিণা। সম্প্রতি একটা ওয়েবসাইটের পক্ষ থেকে করা সমীক্ষা তুলে ধরেছে দেশের 'Most Expensive' উকিলবাবুদের তালিকা। আসুন দেখে নেওয়া যাক-
advertisement
3/7
ফলি এস নারিম্যান- এই দুঁদে আইনজীবীর সংবিধান বিষয়ক জ্ঞান অপরিসীম। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মামলা লড়ে ইনি প্রভুত খ্যাতি অর্জন করেছেন। প্রতিটি 'হিয়ারিং'-এর জন্য ইনি ৮ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। নারিম্যান সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মামলায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি সাংবিধানিক সংশোধনী সংক্রান্ত যুগান্তকারী মামলাগুলিতেও জড়িত ছিলেন, যা তাকে সাংবিধানিক আইনের বিষয়ে একজন গো-টু কাউন্সেল বানিয়েছে।
advertisement
4/7
হরিশ সালভে- হরিশ সালভে একজন স্বনামধন্য 'কর্পোরেট ল'ইয়ার'। তাঁর লড়া দূরদর্শনের সম্প্রচার সত্ত্ব ও আম্বানী ভাইদের গ্যাস মামলা দুটি ঐতিহাসিক। চূড়ান্ত সফল এই আইনজীবী প্রতি সিটিংয়ে ১২-১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩ নভেম্বর ২০০২ সাল পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) কুলভূষণ যাদবের মামলাও লড়েছিলেন। তাও মাত্র এক টাকার বিনিময়ে।
advertisement
5/7
মুকুল রোহতগি- এই আইনজীবী বিখ্যাত তাঁর লড়া মামলাগুলিতে ৯০ শতাংশ সাফল্যের জন্য। ইনি মূলতঃ শীর্ষ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক মামলা লড়ে থাকেন। ইনি এক একটি সিটিংয়ে ১০-১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলাও লড়েছিলেন তিনি।
advertisement
6/7
অভিষেক মনু সিংভি- দেশের সেরা আইনজীবীদের মধ্যে অন্যতম জাতীয় কংগ্রেসের এই সদস্য। তাঁর লড়া 'জাতীয় পতাকা মামলা' আইনের ইতিহাসে এক মাইল ফলক। বলা হয়, সিংভির সাফল্যের হার ১০০ শতাংশ। ইনিও প্রতি সিটিংয়ে ৮-১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
advertisement
7/7
কপিল সিব্বল- ভারতীয় রাজনীতির আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং একজন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল। আইনি ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব। তিনি তাঁর তীক্ষ্ণ আইনি লড়াইয়ের জন্য পরিচিত। সিব্বাল সাধারণত সাংবিধানিক অধিকার, বাকস্বাধীনতা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা লড়ে থাকেন। তাঁর বিশাল অভিজ্ঞতা তাঁকে অনেকের থেকে এগিয়ে রেখেছে। এক একটি সিটিংয়ের জন্য তিনি ৮-১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Highest Paid Lawyers in India: আরজি কর কাণ্ডে সেরা আইনজীবীদের লড়াই, কিন্তু জানেন কি ভারতের সবচেয়ে দামি উকিল কে? একদিনের জন্য কত টাকা নেন? চমকে যাবেন এই তথ্য শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল