TRENDING:

সামনেই আলোর উৎসব দীপাবলি, রইল কালীপুজো থেকে ভাইফোঁটার সম্পূর্ণ নির্ঘণ্ট

Last Updated:
advertisement
1/6
সামনেই আলোর উৎসব দীপাবলি, রইল কালীপুজো থেকে ভাইফোঁটার সম্পূর্ণ নির্ঘণ্ট
শক্তিরূপিনী দেবী মা কালীর পুজো আর মাত্র কয়েকদিনের ব্যবধানে আকাশে বাতাসে আজ ভক্তির সঙ্গে শক্তির বার্তা ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/6
অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয়ে থাকে ৷ এবারের অমাবস্যা তিথি পড়বে ৬ নভেম্বর (রাত ১০.২৭ মিনিটে), ছাড়বে ৭ নভেম্বর (রাত ০৯.৩১ মিনিটে) ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/6
এরপরেই আসে দীপাবলি ৷ আলোর উৎসবে মুখরিত হয়ে উঠবে সবাই ৷ আলোয় সব অন্ধকার যাবে পালিয়ে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/6
প্রতিপদে বোনেরা ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেবে ৷ প্রতিপদ পড়ছে ৭ নভেম্বর (রাত ০৯.৩২ মিনিটে) ছাড়ছে ৮ নভেম্বর (রাত ৯.৩২ মিনিটে) প্রতীকী ছবি ৷
advertisement
5/6
দ্বিতীয়াতেও যমের মুখে ছাই দিয়ে বোনের ভাইয়ের মঙ্ল কামনায় বলে উঠবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা ৷ নেই শুধু জাত ভাই আর বোনের ভাইফোঁটা তাই ঘরে ঘরে ৷ দ্বিতীয় পড়ছে ৮ নভেম্বর (রাত ৯.৩২ মিনিটে) ছাড়ছে ৯ নভেম্বর (রাত ৯.৩২ মিনিটে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
এই কারণেই এবারে কালীপুজো ৬ নভেম্বর হওয়া সত্ত্বেও ভাইফোঁটা ৯ নভেম্বর ৷ মাঝখানে ব্যবধান ৩ দিনের ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সামনেই আলোর উৎসব দীপাবলি, রইল কালীপুজো থেকে ভাইফোঁটার সম্পূর্ণ নির্ঘণ্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল