World's Oldest Crocodile: ৬ জন ‘বউ’! ১০,০০০ ‘সন্তান’! ১২৩ বছর বয়সি বিশ্বের প্রবীণতম মানুষখেকো কুমিরের রক্তাক্ত কীর্তি জানলে শিউরে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
World's Oldest Crocodile:১২৩ বছর বয়সি বৃদ্ধ এই সরীসৃপের বয়স ১২৩ বছর৷ তার সন্তানের সংখ্যা ১০ হাজারের বেশি৷ স্ত্রী ৬ জন৷ বতসোওয়ানার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাভাঙ্গো বদ্বীপে তার জন্ম ১৯০০ সালের ১৬ ডিসেম্বর
advertisement
1/7

সরীসৃপের দৈর্ঘ্য ১৬ ফুট৷ ওজন ৭০০ কেজি৷ বিশ্বের প্রবীণতম কুমিরের নাম ‘হেনরি’৷ মানুষখেকো এই কুমিরের বাস চিড়িয়াখানায়৷
advertisement
2/7
১২৩ বছর বয়সি বৃদ্ধ এই সরীসৃপের বয়স ১২৩ বছর৷ তার সন্তানের সংখ্যা ১০ হাজারের বেশি৷ স্ত্রী ৬ জন৷ বতসোওয়ানার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওকাভাঙ্গো বদ্বীপে তার জন্ম ১৯০০ সালের ১৬ ডিসেম্বর৷
advertisement
3/7
করাতের মতো তীক্ষ্ণ দাঁত দিয়ে শিকার ধরত হেনরি৷ তার মূল শিকার ছিল স্থানীয় আদিবাসীদের সন্তান৷ রক্তপিপাসু এই প্রাণীকে হত্যা করতে উঠেপড়ে লেগেছিল আদিবাসীরা৷
advertisement
4/7
বিশিষ্ট শিকারি হেনরি নিউম্যানকে খবর দেওয়া হয় তাকে হত্যার জন্য৷ কিন্তু শেষ পর্যন্ত কুমিরকে বধ না করে জীবিত ধরেন হেনরি৷ পাঠানো হয় চিড়িয়াখানায়৷ শিকারির নামেই করা হয় তার নামকরণ৷
advertisement
5/7
গত ৪০ বছর তার ঠিকানা দক্ষিণ আফ্রিকার স্কটবার্গের ক্রকওয়ার্ল্ড কনজারভেশন সেন্টার৷ সেখানে পর্যটক ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ সে৷
advertisement
6/7
হেনরি হল ‘নাইল’ (নীলনদ থেকে নাম) প্রজাতির কুমির৷ সাহার মরু সংলগ্ন ২৬ দেশে পাওয়া যায় এই প্রজাতি৷ তাদের বিস্তৃত বিচরণক্ষেত্রে কয়েকশো মৃত্যুর জন্য দায়ী এই ভয়ঙ্কর প্রজাতি৷
advertisement
7/7
হেনরি প্রবীণতম কুমির৷ আকারে বৃহত্তম কুমির হল ক্যাসিয়াস৷ ১৬ ফুট লম্বা নোনাজলের এই সরীসৃপের বাস অস্ট্রেলিয়া৷ ১৯৮৪ সালে ধরা পড়া এই কুমিরের ঠিকানা কুইন্সল্যান্ড উপকূলের গ্রিন আইল্যান্ডে মেরিনল্যান্ড মেলানেসিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World's Oldest Crocodile: ৬ জন ‘বউ’! ১০,০০০ ‘সন্তান’! ১২৩ বছর বয়সি বিশ্বের প্রবীণতম মানুষখেকো কুমিরের রক্তাক্ত কীর্তি জানলে শিউরে উঠবেন