TRENDING:

'একটু শুনবেন?...' জল থেকে উঠে এলেন ৭৫-এর বৃদ্ধ, ঠকঠক করে কাঁপছেন...'পোশাক' নেই! যা বললেন তিনি, শুনে হতবাক সবাই!

Last Updated:
Maha Kumbh: কনকনে ঠান্ডায় মহাকুম্ভে স্নান করছিলেন বৃদ্ধ। তাঁর পোশাক ছিল ভাইঝির জিম্মায়, পাড়ে। কিন্তু ডুব দিয়ে যখন উঠে এলেন ভিড়ের মধ্যে ভাইঝিকে আর খুঁজে পেলেন না। পোশাক ছাড়াই ঠকঠক করে কাঁপছিলেন ৭৫ বছর বয়সি রাম নিহোর প্রসাদ। এর পর যা হল, ম্যাজিক!
advertisement
1/8
'একটু শুনবেন?...' জল থেকে উঠে এলেন ৭৫-এর বৃদ্ধ, ঠকঠক করে কাঁপছেন, 'পোশাক' নেই! যা বললেন...
কনকনে ঠান্ডায় মহাকুম্ভে স্নান করছিলেন বৃদ্ধ। তাঁর পোশাক ছিল ভাইঝির জিম্মায়, পাড়ে। কিন্তু ডুব দিয়ে যখন উঠে এলেন ভিড়ের মধ্যে ভাইঝিকে আর খুঁজে পেলেন না। পোশাক ছাড়াই ঠকঠক করে কাঁপছিলেন ৭৫ বছর বয়সি রাম নিহোর প্রসাদ। এর পর যা হল, ম্যাজিক!
advertisement
2/8
অঝোরে কেঁদে চলেছিল ক্রান্তি নামের সেই ভাইঝি। কোথায় গেলেন তাঁর কাকা? পাটনার বাসিন্দা এই কাকা-ভাইঝি। রাত ২:২০ নাগাদ তাঁরা রেলওয়ে ঘাট থেকে সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেন। পাইপা ব্রিজ নম্বর ১৮ পার হয়ে ভোর ৪:০০টেয় তাঁরা সঙ্গমে পৌঁছন।
advertisement
3/8
রাম নিহোর প্রসাদ যখন সঙ্গমে ডুব দিচ্ছিলেন, তখন ক্রান্তি কাপড়-চোপড় সামলাচ্ছিল। কিন্তু প্রসাদ যখন উঠে এলেন, তখন ভিড়ের চাপে কিছু বুঝে ওঠার আগেই তিনি ক্রান্তির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
advertisement
4/8
কনকনে ঠান্ডায় কাপড় ছাড়াই কাঁপতে থাকা ৭৫ বছর বয়সী রাম নিহোর প্রসাদ কোনওমতে পুলিশের সহায়তায় সেক্টর ৪-এর 'খোয়া-পাওয়া' কেন্দ্রে পৌঁছন। তিনি তাঁর ভাইঝির কথা জানালে কুম্ভ ওয়ারিয়র্স তাঁকে সাহায্যের আশ্বাস দেন।
advertisement
5/8
অন্যদিকে, ক্রান্তিও ব্যাকুলভাবে কাকার খোঁজ করছিলেন। সবরকম চেষ্টার পর ৬ ঘণ্টা কেটে যায়। শেষে, ফিরে পান তাঁরা পরস্পরকে। আনন্দে আবেগপ্রবণ হয়ে ক্রান্তি বলেন, "এ যেন আমার জন্য দ্বিতীয় জন্ম।"
advertisement
6/8
এভাবেই ডিজিটাল খোয়া-পাওয়া কেন্দ্র একটি পরিবারকে আবার একত্রিত করল। নিখোঁজদের খুঁজে পাওয়ার পাশাপাশি, এই কেন্দ্র হারিয়ে যাওয়া পরিবারের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠেছে।
advertisement
7/8
মহাকুম্ভ মেলা, যেখানে বিশ্বাস ও সংস্কৃতি এক অনন্যভাবে মিলিত হয়। লক্ষ লক্ষ ভক্ত এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর পবিত্র সঙ্গমে স্নান করে আত্মার শুদ্ধি ঘটান। ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যের পাশাপাশি, এই মহাকুম্ভ এমন এক স্থান যেখানে হারিয়ে যাওয়া মানুষরা তাঁদের পরিবারকে ফিরে পান।
advertisement
8/8
এই মহাকুম্ভে ডিজিটাল খোয়া-পাওয়া কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কেন্দ্র হারিয়ে যাওয়া মানুষদের তাঁদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। কেন্দ্রের 'কুম্ভ ওয়ারিয়র্স'নিরলসভাবে ভক্তদের সহায়তা করছেন। শুধুমাত্র নিখোঁজ ব্যক্তিদের সন্ধানই নয়, তাঁদের নাম ঘোষণার মাধ্যমেও স্বজনদের কাছে ফিরিয়ে দিচ্ছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'একটু শুনবেন?...' জল থেকে উঠে এলেন ৭৫-এর বৃদ্ধ, ঠকঠক করে কাঁপছেন...'পোশাক' নেই! যা বললেন তিনি, শুনে হতবাক সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল