TRENDING:

এই সাপের নাম শুনলেই গায়ে কাঁটা দেয়! তেড়ে এসে ছোবল দেয়! কত দ্রুত 'দৌড়তে' পারে জানেন?

Last Updated:
Snake: কত দ্রুত দৌড়তে পারে এই সাপ, জানেন? সত্যিটা জানলে ঘেমে উঠবেন! এই সাপ আক্রমণ করলে কী করবেন জেনে নিন।
advertisement
1/10
এই সাপের নাম শুনলেই গায়ে কাঁটা দেয়! তেড়ে এসে ছোবল দেয়! কত দ্রুত 'দৌড়তে' পারে জানেন?
নাম শুনলেই অনেকের গায়ে কাঁটা দেয়। বিষাক্ত এই সাপ কতটা দ্রুত ছুটে এসে কামড়াতে পারে, তা জানলে আপনি অবাক হয়ে যাবেন।
advertisement
2/10
কতটা দ্রুত গতি? ‘Snake History’-র তথ্য অনুযায়ী, এই সাপ প্রতি সেকেন্ডে ৩.৩ মিটার গতিতে এগোতে পারে। অর্থাৎ ঘণ্টায় প্রায় ১২ কিমি! যদি আপনি দৌড়ে পালাতে যান, সহজেই হার মানবেন।
advertisement
3/10
এই সাপ জঙ্গল, পাথুরে এলাকা বা খাড়াই রাস্তা—সব জায়গাতেই সাবলীলভাবে চলতে পারে। এমনকি, দ্রুতগতিতে গাছে উঠে পড়তেও পারে। মানুষের সামনে পড়লে অনেক সময় সে গাছে উঠে পড়েও পালায়।
advertisement
4/10
শুধু ভূমিতে নয়, সাঁতার কাটতেও পারে। জলে লাফিয়ে পড়া, সাঁতার কাটা—সবই তার দখলে। ফলে, জঙ্গল হোক বা জলাশয়, সর্বত্রই সে একজন কার্যকরী শিকারি।
advertisement
5/10
যদিও কিং কোবরার গতি যথেষ্ট ভয়ঙ্কর, তবুও এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সাপ নয়। আফ্রিকায় পাওয়া ব্ল্যাক মাম্বা সেকেন্ডে প্রায় ৫.৫ মিটার বা ঘণ্টায় ২০ কিমি বেগে চলতে পারে। সেই দিক দিয়ে কিং কোবরা অনেকটাই পিছিয়ে।
advertisement
6/10
কিং কোবরা সাধারণত অন্যান্য ছোট সাপ, ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খায়। এর কামড়ে যে পরিমাণ বিষ ঢোকে, তা একটি উটকেও মেরে ফেলতে পারে। ফলে সতর্ক না থাকলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে।
advertisement
7/10
কিং কোবরা তার খাদ্যাভ্যাসের মাধ্যমে জঙ্গলের ইকোসিস্টেম ঠিক রাখে। তাই এই সাপ ধ্বংস হয়ে যাওয়া প্রাকৃতিক ভারসাম্যের জন্য খারাপ।
advertisement
8/10
সাপ দেখলে তাকে তাড়া না করে বা ভয় পেয়ে দৌড় না দিয়ে শান্ত থাকাই শ্রেয়। কিং কোবরা সাধারণত নিজে থেকে আক্রমণ করে না, যদি না নিজেকে বিপদে মনে করে। কাজেই সাবধানে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
advertisement
9/10
তবে কী সত্যিই মানুষকে তাড়া করে কোবরা? অনেক সময় মনে হয় কোবরা যেন আমাদের তাড়া করছে। কিন্তু বাস্তব হল—এই সাপ অত দ্রুত হাঁটে নিজের প্রাণ বাঁচানোর জন্য, কাউকে তাড়া করার জন্য নয়।
advertisement
10/10
চট করে পালাতে পারে না ভেবে কিং কোবরা-কে অবহেলা করবেন না, কারণ সে সত্যিই বিপজ্জনক।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
এই সাপের নাম শুনলেই গায়ে কাঁটা দেয়! তেড়ে এসে ছোবল দেয়! কত দ্রুত 'দৌড়তে' পারে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল