TRENDING:

Valentines Week 2024: প্রপোজ ডে-তে সঙ্গী 'এই' সব মেসেজ পাঠান, প্রেমে পাগল হয়ে যাবে মনের মানুষ! আপনার ডাকে সাড়া না দিয়ে পারবে না

Last Updated:
Valentines Week 2024: ভ্যালেনটাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রপোজ ডে। জীবনে একসঙ্গে চলার পথে প্রথম পদক্ষেপ। মনের মানুষকে মনের কথা বলার দিন। সেটা ক্যান্ডেললাইট ডিনারে নিয়ে গিয়ে হোক কিংবা চিরাচরিত পদ্ধতিতে। এই দিনটাকে কীভাবে স্মরণীয় করে রাখা যায়? তৈরি করা যায় মুহূর্ত? রইল হদিশ।
advertisement
1/11
প্রপোজ ডে-তে সঙ্গী 'এই' সব মেসেজ পাঠান, প্রেমে পাগল হয়ে যাবে মনের মানুষ!
ভ্যালেনটাইন সপ্তাহের দ্বিতীয় দিন প্রপোজ ডে। জীবনে একসঙ্গে চলার পথে প্রথম পদক্ষেপ। মনের মানুষকে মনের কথা বলার দিন। সেটা ক্যান্ডেললাইট ডিনারে নিয়ে গিয়ে হোক কিংবা চিরাচরিত পদ্ধতিতে।
advertisement
2/11
ইদানীং প্রপোজ ডে উদযাপনে কিছু পরিবর্তন এসেছে। মনের মানুষকে সেই ম্যাজিক ওয়ার্ড বলার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করছেন প্রেমিক বা প্রেমিকা। এই দিনটাকে কীভাবে স্মরণীয় করে রাখা যায়? তৈরি করা যায় মুহূর্ত? রইল হদিশ।
advertisement
3/11
প্রপোজ ডে-তে স্ত্রীকে: সেই মহিলাকে প্রপোজ ডে-র শুভেচ্ছা, যার জন্য প্রতিটা দিন আমার কাছে অ্যাডভেঞ্চার। তুমিই আমার প্রিয় বন্ধু, প্রেমিকা, আত্মীয়। আমাকে ‘হ্যাঁ’ বলার জন্য এবং তারপর থেকে দুজনে যত অজস্র স্মৃতি তৈরি করেছি, তার জন্য ধন্যবাদ।
advertisement
4/11
তুমিই আমার সকালের সূর্যের আলো। আমার রাতের উষ্ণতা, আমার হৃদয়ের স্পন্দন। তোমাকে ছাড়া জীবন কল্পনাও করা যায় না। হ্যাপি প্রপোজ ডে। আমাকে ‘হ্যাঁ’ বলার জন্য ধন্যবাদ।
advertisement
5/11
প্রপোজ ডে-তে স্বামীর জন্য: তুমি আমার শক্তি, আমার আত্মবিশ্বাস, আমার সবচেয়ে বড় সমর্থক। তোমার জন্যই প্রেমের গান গাই, এসো বাকিটা দুজনে মিলে লিখি।
advertisement
6/11
তুমি আমার ভালবাসা, অনুভূতি। তুমি আমার ধাঁধার বাকি অংশ। এটা খোঁজার জন্য আমার সঙ্গে বাকি জীবন কাটাবে?
advertisement
7/11
সঙ্গীকে পাঠানো যায় রোম্যান্টিক মেসেজ: হ্যাপি প্রপোজ ডে, আমার ভালবাসা। তুমি এমন কেউ নও যার সঙ্গে আমি থাকতে চাই, তুমি এমন কেউ যাকে ছাড়া আমি থাকতে পারি না। আজীবন এভাবেই থেকো।
advertisement
8/11
যে মুহূর্তে আমার জীবনে তোমার পা পড়েছে, বুঝেছি তুমি ‘বিশেষ’। হৃদয়ের দখল নিয়েছ তুমি। তোমাকে ছাড়া একটা দিন কাটানো কল্পনার বাইরে। এই প্রেম ভাষায় প্রকাশ করা যায় না।
advertisement
9/11
তোমার সঙ্গে জীবন কাটানো যে এতটা আনন্দের, আমিও কল্পনাও করতে পারিনি। তুমিই আমার সব। চিরকাল এভাবেই ভালবাসব।
advertisement
10/11
আমার পৃথিবী ওলটপালট করে দিয়েছ তুমি। আমি যে এভাবে হাসতে পারি, এভাবে স্বপ্ন দেখতে পারি, তুমি না থাকলে জানতাম না। যেন স্বপ্ন সত্যি হয়েছে। এভাবেই তোমাকে ভালবাসব আজীবন।
advertisement
11/11
হে প্রিয়তমা, আমার হৃদয় তোমার জন্য স্পন্দিত হয়। আত্মা জানে তুমিই সবচেয়ে শান্তির জায়গা। তুমি আমার জীবনসঙ্গী, তোমার সঙ্গেই বাকি জীবন কাটাতে চাই। তোমায় ভালবাসতে চাই। হ্যাপি প্রপোজ ডে আমার ভালবাসা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Valentines Week 2024: প্রপোজ ডে-তে সঙ্গী 'এই' সব মেসেজ পাঠান, প্রেমে পাগল হয়ে যাবে মনের মানুষ! আপনার ডাকে সাড়া না দিয়ে পারবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল