হনুমান জয়ন্তিতে এই ভাবে পুজো করলেই জীবন সুখ-আনন্দে ভরে উঠবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
বজরঙ্গবলির আশীর্বাদে সমস্ত শুভ কাজ সুসম্পন্ন হয়
advertisement
1/6

হনুমান জয়ন্তি এমন এক মুহূর্তে যে মুহূর্তে জীবন সুন্দর হয়ে ওঠে ৷ অঞ্জনা পুত্রের সেবা করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় ৷
advertisement
2/6
আগামিকাল (৮ এপ্রিল) বুধবার হনুমান জয়ন্তি ৷ বজরঙ্গবলিকে বলা হয় সঙ্কটমোচক বলা হয় ৷ তিনি জীবনের সমস্ত খারাপ বা সঙ্কটের সময়কে দূর করেন ৷
advertisement
3/6
বজরঙ্গবলির প্রিয় খাবার লাড্ডু, কলা, ক্ষীর খেতে অত্যন্ত ভালবাসেন ৷ এছাড়াও মেটে সিঁদুর দিয়ে পুজো করলে তিনি বেশ প্রসন্ন হন ৷
advertisement
4/6
শ্রীরামচন্দ্রের পরম সেবক বজরঙ্গবলির পুজো করলে সমস্ত খারাপ কিছু কেটে যায় ৷
advertisement
5/6
হনুমান জয়ন্তিতে পুজো করলে বিশেষ রূপ বজরঙ্গবলি প্রসন্ন হন ৷ তিনি সমস্ত রকমের বাধা-বিপত্তি থেকে মুক্তি দেন ৷ বজরঙ্গবলি জীবের কুমতি বিনাশ করে সুমতি প্রদান করে ৷
advertisement
6/6
আমাদের উদ্দেশ্য কাউকে ধর্ম ভীরু করা নয় ৷ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ৷ যাঁর যেমন ভাব, তার তেমন লাভ ৷ বিশ্বাস মনের বিষয় ৷ না মানার আছে অধিকার ৷