হনুমান চল্লিশা প্রতিদিন পড়লে অন্য কোনও দেবতার পুজো অপ্রয়োজন, জীবন থেকে চিরতরে দুর্বলতা দূর
Last Updated:
advertisement
1/6

পবনপুত্র হনুমান তিনিই সঙ্কটমোচক ৷ তাঁর কৃপায় জীবের সমস্ত কষ্ট দূরীভূত হয়ে থাকে ৷
advertisement
2/6
একমাত্র হনুমানের পুজো করলেই সমস্ত বাদা বিপত্তি দূর হয়ে তাঁর শরণে থাকলে অন্য কোনও দেবতাকে পুজো করতে হয়না ৷
advertisement
3/6
হনুমান স্বয়ং শিবের অবতার বলেই মনে করা হয় ৷ হনুমান চল্লিশা রচনা করেছেন স্বয়ং মহাদেবই ৷
advertisement
4/6
এই হনুমান চল্লিশা পাঠ করলেই জীবের সকল কুমতি বিনাশ করা সম্ভব হয় ৷ প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে সাংসারিক বন্ধন থেকে সেই ব্যক্তি মুক্ত পান ৷ পরম আনন্দ লাভ করেন তিনি ৷
advertisement
5/6
প্রজা বৎসল রাজা শ্রীরামচন্দ্রের পরম ভক্ত ছিলেন তিনি ৷ নিজের বুক টিরে দেখিয়েছিলেন যে তাঁর হৃদয়ে শ্রীরাম ও মাতা সীতা প্রতিষ্ঠিত ও অধিষ্ঠিত আছে ৷
advertisement
6/6
প্রতিদিন, প্রতি নিয়ত জীবন সুগঠিত করতে হলে বজরঙ্গবলির কৃপা প্রয়োজন হয় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
হনুমান চল্লিশা প্রতিদিন পড়লে অন্য কোনও দেবতার পুজো অপ্রয়োজন, জীবন থেকে চিরতরে দুর্বলতা দূর