Marriage Viral News: বিয়ের ঠিক আগে প্রেমিকার সঙ্গে হোটেলে ঢুকলেন বর! দ্রুত বুক করলেন রুম! এরপরেই যা ঘটল...! ছুটে এল পুলিশকর্তা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Marriage Viral News: আলমাবাগের বাসিন্দা প্রেমিকাকে নিয়ে দুপুর ২টো নাগাদ হোটেলে পৌঁছন অভিষেক। বাড়ি না ফেরায় বোন স্বাতী বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ হোটেলের বাইরে দেখা যায় অভিষেকের বাইক।
advertisement
1/6

*বিয়ের ১৫ দিন আগে লখনউয়ের একটি হোটেল থেকে উদ্ধার এক যুবকের নিথর দেহ। বান্ধবীকে নিয়ে একদিন হোটেলে পৌঁছন ওই যুবক। যুবকের পাশাপাশি তাঁর বান্ধবীকেও কাছেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। যুবতী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের নাম অভিষেক ভার্মা (২৫), তিনি পেশায় প্যাথলজি কর্মী। ওই যুবক পরিবারের একমাত্র ছেলে ছিলেন। ৪ ডিসেম্বর বিয়ের দিন ঠিক হয়েছিল। বিয়ের আগে শেষবার বান্ধবীর সঙ্গে দেখা করতে হোটেলে গিয়েছিলেন তিনি। দু'জনেই ঘর বুক করে রেখেছিলেন। এরপরেই ঘটে গেল এই ভয়ঙ্কর কাণ্ড। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*জানা গিয়েছে, বুধবার হোটেলের বি-১ নম্বর ঘর বুক করেছিলেন ওই যুবক প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় অভিষেকের খোঁজে তল্লাশি শুরু হয়। বৃহস্পতিবার বন্ধুরা হোটেলের বাইরে অভিষেকের বাইক পার্ক করতে দেখে পরিবারকে খবর দেয়। হোটেলে খোঁজ নিয়ে জানা যায়, অভিষেক ওই হোটেলের বি-১ নম্বর কক্ষে মেয়েটির সঙ্গে ছিলেন। পরিবারের সদস্যরা হোটেলে পৌঁছে দরজায় কড়া নাড়লেও দরজা খোলেনি কেউ। এরপর 'মাস্টার কি' দিয়ে দরজা খোলা হয়। আর তারপরই ঘরের ভিতর থেকে উদ্ধার হয় অভিষেকের দেহ। মেয়েটিও বিছানায় অচৈতন্য অবস্থায় পড়েছিল। পুলিশ তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*মৃত অভিষেক খেরার বাসিন্দা। দুই বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন তিনি। বাবা-মা আগেই মারা গিয়েছেন। অভিষেকের ছোট বোন স্বাতী তাঁর সঙ্গে থাকতেন। একটি প্যাথলজিতে নমুনা সংগ্রহের কাজ করতেন অভিষেক। ফেব্রুয়ারিতে ছোট বোন স্বাতীরও বিয়ে হওয়ার কথা ছিল এবং ৪ ডিসেম্বর অভিষেকের বিয়ের দিন ঠিক ছিল। কনের বাড়ি বারাবাঁকির সফদরগঞ্জে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলমাবাগের বাসিন্দা প্রেমিকাকে নিয়ে দুপুর ২টো নাগাদ হোটেলে পৌঁছন অভিষেক। বাড়ি না ফেরায় বোন স্বাতী বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ হোটেলের বাইরে দেখা যায় অভিষেকের বাইক। অভিষেকের বন্ধুরা হোটেলে পৌঁছে তাঁর খোঁজখবর নেন। এরপরই অভিষেকের ঘরের দরজায় কড়া নাড়েন হোটেল কর্মীরা। ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে মই বসিয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে উঁকি দেওয়া হয়। তারপর 'মাস্টার কি' দিয়ে দরজা খোলা হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*লখনউয়ের পাড়া এলাকার বাসিন্দা অভিষেক ভার্মা বিয়ের আগে প্রেমিকার সঙ্গে দেখা করতে হোটেলে পৌঁছে দ্রুত রুম বুক করেন। ৪ ডিসেম্বর অভিষেকের বিয়ে ছিল এবং তিনি শেষবারের মতো তার বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখনই এমন কিছু ঘটে, সকলেই অবাক হয়ে যায়। আসলে কী ঘটেছিল সেদিন? সংগৃহীত ছবি।
advertisement
6/6
*এদিনের ঘটনার খবর পাওয়া মাত্রই এসিপি কাকোরি শাকিল আহমেদ পুলিশ দলকে নিয়ে হোটেলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের পর হোটেলটি সিল করে দেওয়া হয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Marriage Viral News: বিয়ের ঠিক আগে প্রেমিকার সঙ্গে হোটেলে ঢুকলেন বর! দ্রুত বুক করলেন রুম! এরপরেই যা ঘটল...! ছুটে এল পুলিশকর্তা