Groom Runs away From Wedding: ভোঁ ভাঁ বর, সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের মন্ডপে সামনে এল জঘন্য সত্যি, তারপর
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Groom Runs away From Wedding: বিয়ের আসর বসার আগেই পালাল জামাই। আটকে পড়ল বরযাত্রীরা! হৈ চৈ কান্ড ফরাক্কাতে
advertisement
1/6

মুর্শিদাবাদ: বিয়ের আসর বসার আগেই পালাল জামাই। আর যার কারণে আটকা পড়ল বরযাত্রীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ফরাক্কার মহেশপুরের বটতলা এলাকায়। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ঘটনার মতো এই ঘটনাটিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। Photo- Representative
advertisement
2/6
আধুনিক প্রযুক্তি যেমন গুরুত্বপূর্ণ এবং সচেতনামূলক তথ্য ছড়িয়ে দিচ্ছে, তেমনি ভুল তথ্য বা প্রতারণার পথও খুলে দিয়েছে।জানা যায়, বিয়ে করতে এসে বিয়ের আসর বসার আগেই পালিয়ে যায় জামাই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার মহেশপুর পঞ্চায়েতের বটতলা এলাকায়। মেয়ের পরিবার সূত্রে খবর, গত একমাস আগে সোশ্যাল মিডিয়াতে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় সামসেরগঞ্জের চকসাপুর এলাকার যুবক ও ফরাক্কার বটতলা এলাকার যুবতীর।
advertisement
3/6
তারপরেই নানা টানাপোড়েনের পর তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। সেই মতো বেশ কয়েকজন বরযাত্রী নিয়ে মহেশপুরের বটতলা এলাকায় বিয়ে করতে আসে ঐ যুবক বলে অভিযোগ।
advertisement
4/6
কিন্তু হঠাৎই বিয়ের আসর বসার প্রাকমুহূর্তে মেয়ের পরিবারের লোকজন অভিযোগ করেন, ঐ যুবকের আগেও একাধিক বিবাহ হয়েছে। যদিও যুবক এই অভিযোগ অস্বীকার করেন। তার কিছুক্ষণের মধ্যে বিয়ের আসর বসার আগেই যুবক পলায়ন করে। আর তারপরেই আটকা পড়ে ঐ যুবকের সঙ্গে আসা বরযাত্রীরা।
advertisement
5/6
বরযাত্রীদের আটকে রেখে মেয়ের পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিস । পুলিশের উপস্থিতিতে কনের বাড়ির লোকেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
advertisement
6/6
শেষমেশ পাত্রের ভাইকে আটক করা হয় এবং প্রতারক পাত্রের খোঁজ চলছে।এই ঘটনাটি এলাকায় বিশাল চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কনের পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার শোক কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং পাত্রকে খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। Input- Kaushik Adhikary
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Groom Runs away From Wedding: ভোঁ ভাঁ বর, সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের মন্ডপে সামনে এল জঘন্য সত্যি, তারপর