কনেকে বিয়ে করতে চার ফুট বরফের মধ্যে দিয়ে ১৪ কিলোমিটার হেঁটে গেলেন বর! সঙ্গে বরযাত্রীরা, অবাক হবেন!
- Published by:Tias Banerjee
Last Updated:
হিমাচল প্রদেশের সারাজে তুষারপাতের মধ্যেই গীতেশ ঠাকুর ও ঊষা ঠাকুরের বিয়ে বরযাত্রীরা ১৪ কিমি বরফে হেঁটে সম্পন্ন করেন, পালকির রীতি ভেঙে স্মরণীয় ঘটনা।
advertisement
1/7

সম্প্রতি হিমাচল প্রদেশের একাধিক এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। দীর্ঘদিন পর বরফ পড়ায় একদিকে মানুষের মুখে হাসি ফুটলেও, অন্যদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তি শুরু হয়েছে। বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতেই মান্ডি জেলার সারাজ বিধানসভা এলাকায় এক বিয়ে ঘিরে তৈরি হয়েছে বিশেষ আলোচনা।
advertisement
2/7
খবরে জানা গিয়েছে, সারাজ এলাকার কেওলি পঞ্চায়েতের বুনালিধার গ্রামের বাসিন্দা গীতেশ ঠাকুরের সঙ্গে ভৈঞ্চড়ি গ্রামের ঊষা ঠাকুরের বিয়ে নির্ধারিত ছিল ২৪ জানুয়ারি। তার আগের দিন, ২৩ জানুয়ারি এলাকায় ব্যাপক তুষারপাত হয়। বর ও কনের বাড়ি—দু’জায়গাতেই তিন থেকে চার ফুট পর্যন্ত বরফ জমে যায়।
advertisement
3/7
রাস্তাঘাট সম্পূর্ণ বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে প্রথা অনুযায়ী বিয়ের দিন পিছিয়ে দেওয়া যায় না। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়, পায়ে হেঁটেই বরযাত্রা যাবে। বর ও কনের বাড়ির মধ্যে দূরত্ব প্রায় সাত কিলোমিটার। বরযাত্রীরা তিন থেকে চার ঘণ্টা ধরে বরফের উপর দিয়ে হেঁটে কনের বাড়িতে পৌঁছন।
advertisement
4/7
চারদিকে সাদা বরফে ঢাকা পরিবেশের মধ্যেই সম্পন্ন হয় বিয়ের সমস্ত রীতি। সাত পাক ঘোরা ও অন্যান্য আচার শেষ হওয়ার পর, নববধূকে সঙ্গে নিয়ে একই পথে আবার পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দেয় বরযাত্রীরা। যাতায়াতে মোট প্রায় ১৪ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।
advertisement
5/7
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুষারপাতের কারণে পথঘাট এতটাই বিপজ্জনক হয়ে উঠেছিল যে পালকিতে বর বা কনেকে বহন করা সম্ভব ছিল না। অথচ হিমাচলে সাধারণত পালকিতে করেই বর-কনেকে নিয়ে যাওয়ার রীতি রয়েছে। সেই রীতি ভেঙেই এই বিয়েতে সবাইকে পায়ে হাঁটতে হয়েছে।
advertisement
6/7
উল্লেখ্য, শুক্রবার ভোর ছ’টা নাগাদ সারাজ উপত্যকায় প্রথমে বৃষ্টি শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে। এরপর শুরু হয় তুষারপাত। জঞ্জেলি, বাগস্যাদ, লাম্বাথাচ, কালহানি, শৈত্তাধার, থুনাগ ও সারাচি-সহ গোটা সারাজ এলাকায় ভারী বরফ পড়ে। এর ফলে রাস্তা, বিদ্যুৎ, জল এবং অন্যান্য পরিষেবা ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে পুনরুদ্ধারের কাজ চলছে।
advertisement
7/7
বরফের মধ্যে দিয়ে হেঁটে হওয়া এই বিয়ে এখন গোটা এলাকাতেই স্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কনেকে বিয়ে করতে চার ফুট বরফের মধ্যে দিয়ে ১৪ কিলোমিটার হেঁটে গেলেন বর! সঙ্গে বরযাত্রীরা, অবাক হবেন!