বিশাল বড়লোক! ডিগ্রি, সোনা...পাত্র পেয়ে খুশি মেয়ের পরিবার! বিয়েবাড়িতে আচমকাই বদলে গেল সব
- Published by:Tias Banerjee
Last Updated:
Wedding News: একদিকে যেখানে বিয়েবাড়িতে খুশির আবহ থাকার কথা ছিল, সেখানে পুরো পরিস্থিতি পাল্টে যায়। বিয়ের আসর থেকে সরাসরি থানায় যেতে হয় বর ও তার পরিবারের লোকজনকে। কনের পরিবার প্রতারণার অভিযোগ দায়ের করে।
advertisement
1/7

বিশাল বড়লোক! ডিগ্রি, চাকচিক্য। এমন পাত্র পেয়ে খুশিতে ডগমগ করছিল মেয়ের পরিবার। তার পর কী এমন হল যে বিয়ের আসরে বদলে গেল সব! যা হল, ভাবতেও পারছেন না।
advertisement
2/7
সাজানো মণ্ডপ, অতিথিদের ভিড়, সানাইয়ের সুর— সবই ছিল প্রস্তুত। বর-কনে একসঙ্গে সাতপাক ঘুরবেন, ঠিক তেমনই পরিকল্পনা। কিন্তু আচমকাই ঘুরে গেল চিত্রনাট্য! না, গল্প নয়, সিনেমা নয়, একেবারে সত্যি ঘটনা।
advertisement
3/7
একদিকে যেখানে বিয়েবাড়িতে খুশির আবহ থাকার কথা ছিল, সেখানে পুরো পরিস্থিতি পাল্টে যায়। বিয়ের আসর থেকে সরাসরি থানায় যেতে হয় বর ও তার পরিবারের লোকজনকে। কনের পরিবার প্রতারণার অভিযোগ দায়ের করে।
advertisement
4/7
ওই যুবক বিয়ের আসরে পৌঁছানোর পর কনের বাড়ির লোকজন সন্দেহ করতে থাকেন। তারা তার ডিগ্রির সত্যতা যাচাই করলে দেখা যায়, তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নকল!
advertisement
5/7
শুধু তাই নয়, বরের গায়ে থাকা সোনার গয়নাও আসলে নকল বলে ধরা পড়ে। এরপরই কনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
advertisement
6/7
বিহারের বেত্তিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বিয়েবাড়ি। বিয়ের দিনই ফাঁস হল বরের পরিচয়! কনে-সহ পরিবারের সদস্যরা বুঝতে পারেন, যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, সে নকল শিক্ষাগত যোগ্যতা, নকল গয়না ও মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করতে এসেছে। এরপরই উত্তেজিত কনের পরিবারের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের আটক করে।
advertisement
7/7
এই ঘটনার পর, কনের পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে আরও ভালভাবে যাচাই না করে তারা কোনও বিয়ের সিদ্ধান্ত নেবে না। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিশাল বড়লোক! ডিগ্রি, সোনা...পাত্র পেয়ে খুশি মেয়ের পরিবার! বিয়েবাড়িতে আচমকাই বদলে গেল সব