TRENDING:

বিশাল বড়লোক! ডিগ্রি, সোনা...পাত্র পেয়ে খুশি মেয়ের পরিবার! বিয়েবাড়িতে আচমকাই বদলে গেল সব

Last Updated:
Wedding News: একদিকে যেখানে বিয়েবাড়িতে খুশির আবহ থাকার কথা ছিল, সেখানে পুরো পরিস্থিতি পাল্টে যায়। বিয়ের আসর থেকে সরাসরি থানায় যেতে হয় বর ও তার পরিবারের লোকজনকে। কনের পরিবার প্রতারণার অভিযোগ দায়ের করে।
advertisement
1/7
বিশাল বড়লোক! ডিগ্রি, সোনা...পাত্র পেয়ে খুশি মেয়ের পরিবার! বিয়েবাড়িতে আচমকাই বদলে গেল সব
বিশাল বড়লোক! ডিগ্রি, চাকচিক্য। এমন পাত্র পেয়ে খুশিতে ডগমগ করছিল মেয়ের পরিবার। তার পর কী এমন হল যে বিয়ের আসরে বদলে গেল সব! যা হল, ভাবতেও পারছেন না।
advertisement
2/7
সাজানো মণ্ডপ, অতিথিদের ভিড়, সানাইয়ের সুর— সবই ছিল প্রস্তুত। বর-কনে একসঙ্গে সাতপাক ঘুরবেন, ঠিক তেমনই পরিকল্পনা। কিন্তু আচমকাই ঘুরে গেল চিত্রনাট্য! না, গল্প নয়, সিনেমা নয়, একেবারে সত্যি ঘটনা।
advertisement
3/7
একদিকে যেখানে বিয়েবাড়িতে খুশির আবহ থাকার কথা ছিল, সেখানে পুরো পরিস্থিতি পাল্টে যায়। বিয়ের আসর থেকে সরাসরি থানায় যেতে হয় বর ও তার পরিবারের লোকজনকে। কনের পরিবার প্রতারণার অভিযোগ দায়ের করে।
advertisement
4/7
ওই যুবক বিয়ের আসরে পৌঁছানোর পর কনের বাড়ির লোকজন সন্দেহ করতে থাকেন। তারা তার ডিগ্রির সত্যতা যাচাই করলে দেখা যায়, তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নকল!
advertisement
5/7
শুধু তাই নয়, বরের গায়ে থাকা সোনার গয়নাও আসলে নকল বলে ধরা পড়ে। এরপরই কনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
advertisement
6/7
বিহারের বেত্তিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বিয়েবাড়ি। বিয়ের দিনই ফাঁস হল বরের পরিচয়! কনে-সহ পরিবারের সদস্যরা বুঝতে পারেন, যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, সে নকল শিক্ষাগত যোগ্যতা, নকল গয়না ও মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করতে এসেছে। এরপরই উত্তেজিত কনের পরিবারের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের আটক করে।
advertisement
7/7
এই ঘটনার পর, কনের পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে আরও ভালভাবে যাচাই না করে তারা কোনও বিয়ের সিদ্ধান্ত নেবে না। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বিশাল বড়লোক! ডিগ্রি, সোনা...পাত্র পেয়ে খুশি মেয়ের পরিবার! বিয়েবাড়িতে আচমকাই বদলে গেল সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল