TRENDING:

GK: ভারতীয় ফোন নম্বরের আগে +৯১ কোড কেন থাকে জানেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি

Last Updated:
GK: ভারতীয় ফোন নম্বরের আগে +৯১ কোড কেন ব্যবহার হয় জানেন? এটি শুধু এক নম্বর নয়, বরং ভারতের পরিচয়। জানুন বিস্তারিত...
advertisement
1/10
ভারতীয় ফোন নম্বরের আগে +৯১ কোড কেন থাকে জানেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
আপনি কি কখনও ভেবে দেখেছেন, ভারতের ফোন নম্বরের আগে সবসময় +৯১ কেন বসানো হয়? এই কোড আসলে কী, আর কে এটি ঠিক করেছিল? এই প্রশ্ন অনেকের মনে ঘোরে, বিশেষ করে যখন কেউ বিদেশ থেকে ফোন করতে চান বা WhatsApp-এ নম্বর সেভ করতে চান।
advertisement
2/10
+৯১ হল ভারতের দেশের কোড বা Country Code। এটি একধরনের ডিজিটাল ঠিকানা, যা বিশ্বজুড়ে সবাইকে জানিয়ে দেয় যে এই নম্বরটি ভারতের। যেমন, আমেরিকার কোড +১, ব্রিটেনের +৪৪, জাপানের +৮১ — তেমনি ভারতের কোড +৯১।
advertisement
3/10
আপনি যখন নিজের নম্বরের আগে +৯১ বসান, তখন সেটি বোঝায় যে নম্বরটি ভারতে রেজিস্টার্ড। এটি আন্তর্জাতিক কলিং ব্যবস্থার অংশ, যার ফলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ভারতের নম্বরে সহজে ফোন করা যায়।
advertisement
4/10
ধরা যাক, আপনার কোনো বন্ধু সিঙ্গাপুরে আছে এবং আপনাকে কল করতে চায়। যদি সে নম্বরের আগে +৯১ না দেয়, তাহলে টেলিকম সিস্টেম বুঝতেই পারবে না যে এটি ভারতের নম্বর। ফলে কল হয়তো পৌঁছাবে না বা ভুল জায়গায় চলে যাবে।
advertisement
5/10
+৯১ আপনার ফোন নম্বরের গ্লোবাল পাসপোর্টের মতো কাজ করে। এটি নিশ্চিত করে যে কলটি সঠিকভাবে ভারতের টেলিকম নেটওয়ার্কে পৌঁছাচ্ছে এবং এরপর যথাযথ জায়গায় রাউট হচ্ছে।
advertisement
6/10
যখন কেউ বিদেশ থেকে ভারতে ফোন করেন, কিংবা আপনি WhatsApp, Telegram-এর মতো অ্যাপে নম্বর সেভ করছেন, তখন এই কোড অপরিহার্য হয়। আন্তর্জাতিক ফর্ম্যাটে নম্বর লিখতে গেলে +৯১ বসাতেই হয়।
advertisement
7/10
এখন প্রশ্ন হচ্ছে, এই +৯১ কোড কে নির্ধারণ করল? এটি ঠিক করেছে International Telecommunication Union (ITU), যা একটি আন্তর্জাতিক সংস্থা এবং টেলিকমের নিয়ম তৈরি করে। ১৯৮০-র দশকে তারা ভারতকে +৯১ কোড বরাদ্দ করে।
advertisement
8/10
ITU বিশ্বকে ৯টি জোনে ভাগ করে এবং প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট সংখ্যায় শুরু হওয়া কোড নির্ধারণ করে। এশিয়ার কোড সাধারণত +৯ দিয়ে শুরু হয়। ভারতকে +৯১ দেওয়া হয় কারণ সেই সময় এটি ফাঁকা ছিল এবং ভারতের জন্য উপযুক্ত ছিল।
advertisement
9/10
পাকিস্তানের কোড +৯২, বাংলাদেশের +৮৮০, শ্রীলঙ্কার +৯৪ — সব এক ক্রমে রাখা হয়েছে। দেশের জনসংখ্যা, টেলিকম চাহিদা এবং সহজ রাউটিং যেন হয় তা বিবেচনায় রেখেই ভারতের জন্য এই কোড চূড়ান্ত করা হয়। ভারতের টেলিকম দপ্তর (DoT) নিজেও এই সিদ্ধান্তে অংশ নেয়।
advertisement
10/10
আজকের দিনে, আপনি যদি শুধু ভারতের মধ্যেই কাউকে কল করেন, তাহলে +৯১ দেওয়ার দরকার নেই। সরাসরি ১০ সংখ্যার মোবাইল নম্বর ডায়াল করলেই হয়। কিন্তু যদি আপনি নম্বরটি আন্তর্জাতিক ফর্ম্যাটে সেভ করতে চান, তাহলে অবশ্যই +৯১ ব্যবহার করা উচিত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: ভারতীয় ফোন নম্বরের আগে +৯১ কোড কেন থাকে জানেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল