GK: বলুন তো দেখি, আধুনিক পেন্সিল কে আবিষ্কার করেছে? সঠিক উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Who Invented The Modern Pencil: পেন্সিল দিয়ে আমরা ছেটবেলায় সবাই লিখেছি। এখনও অনেক কাজে লাগে পেন্সিল। বলুন তো দেখি, পেন্সিল কে এবং কবে আবিষ্কার করেছিল?
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে নিয়ে প্রশ্ন প্রায়শই এসে থাকে।
advertisement
2/7
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/7
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
advertisement
4/7
পেন্সিল দিয়ে আমরা ছেটবেলায় সবাই লিখেছি। এখনও অনেক কাজে লাগে পেন্সিল। বলুন তো দেখি, পেন্সিল কে এবং কবে আবিষ্কার করেছিল? উত্তর দিতে ব্যর্থ হয়েছেন অনেকেই।
advertisement
5/7
এবার আসা যাক উত্তরে। পেন্সিল আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় নিকোলাস-জ্যাক কন্টেকে। তিনি ১৯৫ সালে আধুনিক পেন্সিল আবিষ্কার করেন। নিকোলাস-জ্যাক কন্টে নেপোলিয়ন বোনাপার্টের সেনাবাহিনীতে কাজ করতে ।
advertisement
6/7
যখন ইংল্যান্ডের বোরোডেলে গ্রাফাইটের একটি বড় আমানত আবিষ্কৃত হয়েছিল, তখন গ্রাফাইট জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিল। শীঘ্রই, দেখা গেল যে গ্রাফাইট সীসার তুলনায় গাঢ় চিহ্ন তৈরি করে। তাছাড়া গ্রাফাইট নরম এবং ভঙ্গুর। সুতরাং, গ্রাফাইট ধরে রাখার জন্য একটি কেস প্রয়োজন ছিল।
advertisement
7/7
প্রাথমিকভাবে, গ্রাফাইটকে লাঠির আকার দেওয়া হয়েছিল এবং স্ট্রিং দিয়ে মোড়ানো হয়েছিল। পরবর্তীকালে, কাঠের হোল্ডারগুলি গ্রাফাইটকে ঢেকে রাখতে তৈরি হয়েছিল। তাই আজ আমরা যে কাঠের পেন্সিল ব্যবহার করি তার উদ্ভাবনের দিকে নিয়ে যাওয়া।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন তো দেখি, আধুনিক পেন্সিল কে আবিষ্কার করেছে? সঠিক উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ