GK: বলুন দেখি, কোন জিনিসটি ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা? এত সহজ উত্তর, কিন্তু জানেন না প্রায় কেউই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: প্রশ্ন শুনেই ঘাবড়ে যাচ্ছেন তো! এ আবার এমন কী জিনিস? উত্তরটা কিন্তু খুব সহজ, এবং জিনিসটিও চেনা।
advertisement
1/7

যে কোনও প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় পাশ করার পর সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা কখনও কখনও ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যা শুনে অনেকেই ঘাবড়ে যান।
advertisement
2/7
কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে আপনিও উত্তর দিতে পারবেন। এরকই একটি প্রশ্ন আজ আপনাদের সামনে রাখা হল। দেখুন তো, উত্তরটা আপনার জানা আছে কিনা।
advertisement
3/7
প্রশ্নটি হল, কোন জিনিসটি ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা? প্রশ্ন শুনেই ঘাবড়ে যাচ্ছেন তো! এ আবার এমন কী জিনিস? উত্তরটা কিন্তু খুব সহজ, এবং জিনিসটিও চেনা।
advertisement
4/7
উত্তরটি হল --- কয়লা। কয়লা এমন একটা জিনিস সাধারণ অবস্থায় কালো, গরমে লাল আর ব্যবহার করার পর সাদা বা ধূসর রঙের হয়ে থাকে।
advertisement
5/7
কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণত কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ।
advertisement
6/7
ইন্দোনেশিয়া, ভারত, চিনের দেশে কয়লা খনি আছে। কয়লাকে চার শ্রেণীতে ভাগ করা যায়। পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যানথ্রাসাইট। এদের মধ্যে অ্যানথ্রাসাইট সবচেয়ে উন্নত মানের।
advertisement
7/7
তবে, এই ক্ষেত্রে যে মজার প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছিল, সেই উত্তরটি নিশ্চয় পেয়েছেন! অর্থাৎ, একমাত্র কয়লাই এমন একটি জিনিস যা ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা রঙের হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন দেখি, কোন জিনিসটি ঠান্ডায় কালো, গরমে লাল আর ব্যবহার করলে সাদা? এত সহজ উত্তর, কিন্তু জানেন না প্রায় কেউই