TRENDING:

GK: কোন রাজ্যকে ভারতের ফলের ঝুড়ি বলা হয় জানেন? অধিকাংশই জানেন না সঠিক উত্তরটি

Last Updated:
GK: দেশের প্রতিটি রাজ্যেই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে৷ সেই অনুযায়ী রাজ্যগুলির নামকরণ করা হয়েছে৷ এমনই এক রাজ্য বিখ্যাত প্রচুর ফল উৎপাদনের জন্য৷ ভারতের ফলের ঝুড়ি বলা হয় এই রাজ্যকে৷ কেন বলা হয় জানুন...
advertisement
1/6
কোন রাজ্যকে ভারতের ফলের ঝুড়ি বলা হয় জানেন? অধিকাংশই জানেন না সঠিক উত্তরটি
হিমাচল প্রদেশকে কেন "ফলের ঝুড়ি" বলা হয়৷ এর কারণ এখানে প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয়। রাজ্যটি আপেল, এপ্রিকট, নাশপাতি, স্ট্রবেরি, চেরি, পিচ, কিউই, এবং প্লামস সহ নানা রকমের ফল উৎপাদনের জন্য বিখ্যাত।
advertisement
2/6
ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের কারণে প্রতিটি রাজ্যের নিজস্ব বিশেষত্ব আছে। এর মধ্যে হিমাচল প্রদেশ ফল উৎপাদনের কারণে আলাদা পরিচিতি পেয়েছে এবং "ভারতের ফলের ঝুড়ি" হিসাবে পরিচিত হয়েছে। আসুন জেনে নেই কেন হিমাচল প্রদেশ এই নামে পরিচিত।
advertisement
3/6
কেন রাজ্যগুলোকে অনন্য পরিচয় দেওয়া হয়? - প্রত্যেক রাজ্যকেই তাদের স্পেশালিটির জন্য একটি বিশেষ পরিচিতি দেওয়া হয়ে থাকে৷ এটা সেই নির্দিষ্ট রাজ্যের ভৌগলিক বৈশিষ্ট্য, স্থানীয় পণ্য বা সাংস্কৃতিক গুরুত্বকে বোঝায়। এই পরিচিতি পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমকে উন্নতি করে এবং অঞ্চলটির অনন্য বৈশিষ্ট্যকে তুলে ধরে।
advertisement
4/6
হিমাচল প্রদেশের ফল উৎপাদনের বৈচিত্র্য - হিমাচল প্রদেশ রাজ্যটি হিমালয়ের পাদদেশে অবস্থিত৷ এখানে প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয়। রাজ্যের উষ্ণ জলবায়ু এবং উর্বর মাটি বিভিন্ন ধরনের ফল চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। এজন্য হিমাচল প্রদেশ "ভারতের ফলের ঝুড়ি" হিসাবে পরিচিত।
advertisement
5/6
কেন হিমাচল প্রদেশ ভারতের ফলের ঝুড়ি হিসেবে পরিচিত? - হিমাচল প্রদেশের ফল উৎপাদনের বৈচিত্র্য এবং সমৃদ্ধির জন্য এটি "ভারতের ফলের ঝুড়ি" নামে খ্যাতি অর্জন করেছে।
advertisement
6/6
হিমাচল প্রদেশ জায়গাটিও এমনিতে খুব সুন্দর৷ আর তাই সেখানে ঘুরতে গেলে ফলের সঙ্গে ছবি তুলতে ভুলবেন না৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: কোন রাজ্যকে ভারতের ফলের ঝুড়ি বলা হয় জানেন? অধিকাংশই জানেন না সঠিক উত্তরটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল