GK: বলুন তো দেখি, মহাকাশের সবথেকে কাছে রয়েছে কোন শহর? উত্তর অজানা ৯৯ শতাংশের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Which city is closest to space in the world: সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার জানার কোনও শেষ নেই। বলুন তো দেখি, এই বিশ্বে এমন একটি শহর রয়েছে যা মহাকাশের সবথেকে কাছে, সেই শহরের নাম কি?
advertisement
1/7

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জ্ঞান নিয়ে একাধিক প্রশ্ন আসে পরীক্ষায়।
advertisement
2/7
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত।
advertisement
3/7
সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যার জানার কোনও শেষ নেই। এছাড়া জিকের এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলি খুবই আশ্চর্যের ও বুদ্ধিমত্তারও প্রয়োজন হয়।
advertisement
4/7
তেমনই একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। বলুন তো দেখি, এই বিশ্বে এমন একটি শহর রয়েছে যা মহাকাশের সবথেকে কাছে, সেই শহরের নাম কি?
advertisement
5/7
"লা রিনকোনাদা" শহর যা পেরুর আন্ডেস পর্বতমালায় অবস্থিত । এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,১০০ মিটার (১৬,৭০০ ফুট) উচ্চতায় অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ স্থায়ী জনবসতির অধিকারী শহর এটি কারণ পৃথিবীতে যত শহর বা জনবসতি রয়েছে তার মধ্যে এটি সর্বোচ্চতায় অবস্থিত।
advertisement
6/7
এ যেন তুষার পাহাড়ের উপরে এক কল্পনার শহর । এই শহর সম্পর্কে আরেকটি সব থেকে দারুন বিষয় হলো এখানকার সোনা ! সোনা আহরণ করাই এখানকার প্রধান অর্থনৈতিক কার্যক্রম। এখানে প্রায় ৫০,০০০-এর অধিক মানুষ বাস করেন, যাদের মধ্যে বেশির ভাগই স্বর্ণখনিতে কাজ করেন ।
advertisement
7/7
লা রিনকোনাদা শহরটি আন্ডেস পর্বতমালার কাছে অবস্থিত এবং এর আশেপাশে অনেক হিমবাহ রয়েছে। এই হিমবাহগুলো গ্রীষ্মকালে গলে, যা থেকে জল সংগ্রহ করে। জাবন ধারণে এখানে নানা সমস্যাও রয়েছে। তবে পর্যটকদের কাছে জনপ্রিয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন তো দেখি, মহাকাশের সবথেকে কাছে রয়েছে কোন শহর? উত্তর অজানা ৯৯ শতাংশের