GK: পৃথিবীর একমাত্র প্রাণী, যার বাচ্চারা ডিমের ভেতর থেকেই কথা বলা শুরু করে দেয়! খুব চেনা প্রাণী, চমকে উঠবেন জেনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: এই বিশ্বে প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে ভিন্ন রকমের বৈশিষ্ট্য।
advertisement
1/6

আমরা জানি যে কোনও চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন কিছু সাধারণ প্রশ্ন রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। কিন্তু চাকরি পরীক্ষার আগে নিজেকে ভাল করে তৈরি করে নেওয়া খুব দরকার।
advertisement
2/6
হঠাৎ করে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলুন তো পৃথিবীতে এমন কোন প্রাণী ডিমের ভিতরেই গান গাইতে বা কথা বলতে পারে? তাহলে অনেকেই অবাক হবেন। এর উত্তরও অজানা অনেকের। এ বিশ্বে সত্যিই রয়েছে এমন এক প্রাণী।
advertisement
3/6
এই বিশ্বে প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে ভিন্ন রকমের বৈশিষ্ট্য। কোনও প্রাণীর ডিম ফুটে বাচ্চা বের হয়, আবার কোনও প্রাণীর সরাসরি বাচ্চা হয়। তবে যে প্রাণীর বাচ্চারা ডিমের মধ্যেই কথা বলতে শুরু করে, তা আবিষ্কার করেছিলেন সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র বর্তমানে বিজ্ঞনী গ্যাব্রিয়েল জর্জিউইচ কোহেন।
advertisement
4/6
বলতে পারবেন, কোন সেই প্রাণী? সেই প্রাণীটি হল কচ্ছপ। জানা গিয়েছে, গ্যাব্রিয়েল জর্জিউইচ কোহেন একটি বিশেষ মাইকের মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে কচ্ছপের বাচ্চারা ডিমের ভিতরে থাকাকালীনও 'কথা' বলে। অবশ্য তিনি দাবি করেছিলেন, ডিমের মধ্যেই এক ধরনের গান করেন কচ্ছপের বাচ্চারা।
advertisement
5/6
কোহেন আবিষ্কার করেছিলেন, এই প্রাণীগুলি তাদের শ্বাসের মাধ্যমে যোগাযোগ করে। সামুদ্রিক কচ্ছপগুলি আসলে তাদের ডিমের মধ্যে থেকে গান গেয়ে বার্তা দেয় ও নিশ্চিত হয় যে, তারা একই সময়ে ডিম ফুটে বেরোবে।
advertisement
6/6
এটি তাদের ডিম ফোটার সময় অন্যান্য শিকারী প্রাণীদের আক্রমণের হাত থেকে বাঁচারও একটা পদ্ধতি। এছাড়া মা কচ্ছপের সঙ্গে যোগাযোগ করারও পদ্ধতি। যদিও সেই আওয়াজ খালি কানে শোনা অসম্ভব। তবে বিজ্ঞানীদের এই তথ্য অবাক করেছিল সকলকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: পৃথিবীর একমাত্র প্রাণী, যার বাচ্চারা ডিমের ভেতর থেকেই কথা বলা শুরু করে দেয়! খুব চেনা প্রাণী, চমকে উঠবেন জেনে