TRENDING:

GK: কাছের মানুষ হাসপাতালে ভর্তি? ICU না CCU-তে! দুটোর পার্থক‍্য কী জানেন? কোনটা বেশি ভয়ের?

Last Updated:
GK: বহু মানুষ মনে করেন, ICU এবং CCU একই জায়গা। রোগীর চিকিৎসার অবস্থা এবং সময়কাল-সহ বেশ কয়েকটি কারণ তাদের একে অপরের থেকে আলাদা করে তোলে।
advertisement
1/6
কাছের মানুষ হাসপাতালে ভর্তি? ICU না CCU-তে! দুটোর পার্থক‍্য কী জানেন?
অনেক লোক আইসিইউ(ICU) এবং সিসিইউ(CCU) এর মধ্যে বিভ্রান্ত হয়। যদিও এই দুটি শব্দ একই রকম শুনতে কিন্তু একে অপরের থেকে ভিন্ন।
advertisement
2/6
বহু মানুষ মনে করেন, ICU এবং CCU একই জায়গা। রোগীর চিকিৎসার অবস্থা এবং সময়কাল-সহ বেশ কয়েকটি কারণ তাদের একে অপরের থেকে আলাদা করে তোলে।
advertisement
3/6
আইসিইউ(ICU)-র ফুল ফর্ম ইনটেনসিভ কেয়ার ইউনিট, এবং সিসিইউ(CCU)-র ফুল ফর্ম ক্রিটিক‍্যাল কেয়ার ইউনিট বা করোনারি কেয়ার ইউনিট।
advertisement
4/6
ICU শুধুমাত্র গুরুতর অসুস্থ রোগীদের যত্ন এবং সহায়তা প্রদান করে। অপরদিকে, CCU হৃদরোগে আক্রান্ত রোগীদের যত্ন প্রদান করে।
advertisement
5/6
আইসিইউ(ICU) সম্পূর্ণরূপে উন্নত লাইফ-সাপোর্ট সিস্টেম এবং মনিটরিং দিয়ে প্রস্তুত করা ঘর। অপরদিকে, সিসিইউ (CCU) প্রধানত কার্ডিয়াক মনিটরিং, ডিফিব্রিলেটর এবং ইকেজি মেশিনের উপর ফোকাস করে।
advertisement
6/6
সেপসিস এবং অঙ্গ-প্রতঙ্গ বিকল হওয়ার মতো অবস্থার আইসিইউতে(ICU) সেই সব রোগীদের চিকিত্সা করা হয়। সিসিইউর(CCU) প্রধান ফোকাস হল কার্ডিয়াক সমস‍্যায় যে সকল রোগীরা ভুগছেন তাঁদের উন্নত স্তরের সহায়তা প্রদান করা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: কাছের মানুষ হাসপাতালে ভর্তি? ICU না CCU-তে! দুটোর পার্থক‍্য কী জানেন? কোনটা বেশি ভয়ের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল