Knowledge Story: ৬ থেকে কত বাদ দিলে ৯ হবে? সঠিক উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
1/5

সাধারণ জ্ঞান ও ধাঁধা আমাদের অনেকের কাছেই খুব প্রিয়। বর্তমানে স্মার্ট ফোনের যুগে অবসর সময়ে অনেকেই জিকে অথবা ধাঁধার সমাধান করার পিছনে সময় দিয়ে থাকেন।
advertisement
2/5
এমন অভ্যাস যাদের রয়েছে তাদের পক্ষে খুব ভালো বিষয়। তার কারণ অজানা বিষয় জেনে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। একসঙ্গে ধাঁধার সমাধান করে মগজাস্ত্রে শান দেওয়া হয়।
advertisement
3/5
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে। একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্নও এসে থাকে।
advertisement
4/5
তবে আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি, ৬ থেকে কত বাদ দিলে ৯ হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই হোঁচট খেয়েছেন।
advertisement
5/5
তবে বুদ্ধি খাটালে কিন্তু এর উত্তর দেওয়া সহজ। তারজন্য একটু অন্যভাবে ভাবতে হবে। এবার আসা যাক উত্তরে। ইংরেজতি যদি আমরা SIX লিখি, এবার SIX থেকে S বাদ দিন, দেখবেন রোমান হরফে IX থাকবে।