English of Gamcha: ইংরাজিতে গামছাকে কী বলে জানেন? 'Towel' নয় কিন্তু! উত্তর জানলে হাসি থামবে না
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
English of Gamcha: আমরা সকলেই জানি তোয়ালের ইংরাজি হল টাওয়েল৷ আবার অনেকে মনে করে গামছার ইংরাজিও টাওয়েল তবে তা একদমই ঠিক নয়। গামছা একেবারেই গ্রাম বাংলার এক জিনিস৷ গ্রামে হাতে সুতো বুনে তৈরি করা হয় গামছা৷
advertisement
1/7

রোজ আমাদের মাথায় নানা প্রশ্ন আসে। সেই সব প্রশ্নের উত্তর পাওয়া কঠিন হয়ে পরে।
advertisement
2/7
পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা আমাদের জানা নেই। আবার অনেক শব্দ আছে যার বাংলায় সবসময় ব‍্যবহৃত হয় বলে সেই সব শব্দের ইংরেজি আমরা জানি না।
advertisement
3/7
সেরকমই একটি শব্দ হল গামছা। প্রতিটি বাঙালি বাড়িতেই গামছা ব‍্যবহারের কম বেশি চল আছে।
advertisement
4/7
আমরা সকলেই জানি তোয়ালের ইংরাজি হল টাওয়েল৷ আবার অনেকে মনে করে গামছার ইংরাজিও টাওয়েল তবে তা একদমই ঠিক নয়।
advertisement
5/7
গামছা আর টাওয়েলের বিস্তর পার্থক‍্য আছে। গামছা একেবারেই গ্রাম বাংলার এক জিনিস৷ গ্রামে হাতে সুতো বুনে তৈরি করা হয় গামছা৷
advertisement
6/7
আন্তর্জাতিক স্তরেও গামছার বিক্রি শুরু হয়েছে কয়েক বছর ধরে৷ সেক্ষেত্রেও গামছার ইংরাজি জেনে নেওয়া ভাল৷ হাতে বোনা সুতোয় মোড়া জিনিস বলে এটির ইংরাজি নামকরনও সেই রকমই কার হয়েছে৷
advertisement
7/7
একাধিক অভিধানে গামছার ইংরাজি বলে যা উল্লেখ করা হয়েছে, তা হল, a napkin made by handloom৷ অর্থাৎ হাতের তাঁতে তৈরি ন্যাপকিন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
English of Gamcha: ইংরাজিতে গামছাকে কী বলে জানেন? 'Towel' নয় কিন্তু! উত্তর জানলে হাসি থামবে না