TRENDING:

GK Tsunami: বলুন তো, ভূমিকম্পে সমুদ্রে সুনামি হলেও নদীতে হয় না কেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...

Last Updated:
GK Tsunami: রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর সমুদ্রজুড়ে সুনামির ঢেউ উঠলেও নদীগুলোতে তেমন কিছু হয়নি। কেন নদীতে সুনামি হয় না? জানুন বিস্তারিত কারণ...
advertisement
1/10
বলুন তো, ভূমিকম্পে সমুদ্রে সুনামি হলেও নদীতে হয় না কেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
রাশিয়ায় আসা ভয়াবহ ভূমিকম্পের পর সমুদ্রগুলোতে কিভাবে সুনামির ঢেউ ছড়িয়ে পড়ে। বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ সতর্কতায় চলে যায়। কিন্তু প্রশ্ন হল, নদীতেও তো অনেক জল থাকে, তাহলে সেখানে সুনামি কেন হয় না?
advertisement
2/10
রাশিয়ার পূর্ব কামচাটকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়, যা এ যাবতকালের সবচেয়ে ভয়ংকর ভূমিকম্পগুলির মধ্যে একটি। এরপর প্রশান্ত মহাসাগরের উপকূলে কয়েক ফুট উঁচু ঢেউ দেখা যায় এবং হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত সুনামি ছড়িয়ে পড়ে। তবে কেন এই ধরনের ঢেউ নদীতে আসে না, তা বোঝার দরকার।
advertisement
3/10
সুনামি তখনই তৈরি হয় যখন সমুদ্রের নিচে হঠাৎ বিশাল আকারে ভূ-কম্পন হয় বা আগ্নেয়গিরি বিস্ফোরণ বা ভূমিধস ঘটে, যার ফলে সমুদ্রতল একবারে ওপর-নিচ হয়ে যায়। এতে একসঙ্গে অনেক জল নড়ে ওঠে এবং প্রচণ্ড শক্তির ঢেউ তৈরি হয়, যা অনেক দূর পর্যন্ত ধেয়ে যায় এবং উপকূলে আছড়ে পড়ে বিধ্বংসী রূপ নেয়।
advertisement
4/10
কিন্তু নদীতে এমনটা হয় না কারণ নদী সমুদ্রের মতো গভীর বা বিস্তৃত নয়। নদী সাধারণত সরু এবং অগভীর হয়। সুতরাং ভূমিকম্প হলেও নদীর জল এতটা বিপুল পরিমাণে নড়ে না, যাতে বিশাল ঢেউ তৈরি হয়। ফলে সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ নদীতে দেখা যায় না।
advertisement
5/10
রাশিয়ার কামচাটকায় ভূমিকম্পের পর সুনামি ছড়িয়ে পড়ে জাপান থেকে আমেরিকা পর্যন্ত। তটরেখার উপকূলে বিশাল ঢেউ উঠতে দেখা যায়, যদিও আগে থেকেই সতর্কতা থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে পরিকাঠামোয় ক্ষতি হয়েছে অনেক।
advertisement
6/10
নদীর নিচে ভূমিকম্প হলেও সুনামি হয় না। কারণ নদীর জলসীমা খুব সীমিত এবং গভীরতাও কম। যদি কোনও নদীর নিচে ভূমিকম্প হয়, তাহলে বড়জোর তাৎক্ষণিকভাবে কিছু ঢেউ উঠতে পারে, প্রবাহ কিছু সময়ের জন্য ব্যাহত হতে পারে বা কোনও বাঁধে ফাটল ধরতে পারে। তবে এটি স্থানীয় সমস্যা, বিশ্বব্যাপী প্রভাব ফেলে না।
advertisement
7/10
নদীর নিচে ভূমিকম্প হলে দেখা দিতে পারে কিছু সমস্যা—নদীর গতিপথ পরিবর্তন হতে পারে, কিছু স্থানে জল আটকে যেতে পারে বা হঠাৎ জলোচ্ছ্বাস হতে পারে যদি ভূমিধস হয় বা কোনো বাধা ভেঙে যায়। তবে এগুলো সুনামির মতো বিশাল দুর্যোগের রূপ নেয় না।
advertisement
8/10
ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যেমন ২০০৫ সালে কাশ্মীর ভূমিকম্পের সময় ঝিলম নদীর নিচে কম্পন হয়েছিল, ফলে কিছু জায়গায় নদীর প্রবাহ ব্যাহত হয়। আবার ১৯৭০-এর দশকে চিনে কিছু নদীর গতিপথ পরিবর্তিত হয়েছিল ভূমিকম্পের কারণে।
advertisement
9/10
বড় জলপ্রপাত বা হ্রদের নিচে ভূমিকম্প হলে বিপর্যয় আরও মারাত্মক হতে পারে। যেমন জলপ্রপাতের কাছে দুর্বল পাথর বা চূড়া ধসে পড়তে পারে। এতে প্রপাতের গতি পাল্টে যেতে পারে, অথবা নদী বাঁধা পড়ে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। ১৯৬৭ সালে মহারাষ্ট্রের কোয়েনা বাঁধে ভূমিকম্প হয়েছিল, যা বাঁধের নিচে জলচাপ বৃদ্ধির কারণে ঘটেছিল বলে বিজ্ঞানীদের মত।
advertisement
10/10
সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি হয় যদি বিশাল ও গভীর হ্রদের নিচে ভূমিকম্প হয়। যেমন আফ্রিকার লেক ট্যাংগানিকা বা রাশিয়ার লেক বইকাল। ভূমিকম্পে অভ্যন্তরীণ ঢেউ সৃষ্টি হতে পারে, যা তীরে এসে জলস্তর বাড়িয়ে তোলে। যদি হ্রদের নিচে গ্যাস জমা থাকে, তাহলে গ্যাস বিস্ফোরণও হতে পারে। ১৯৮৬ সালে ক্যামেরুনে লেক নিয়োস বিপর্যয়ে এমনটাই হয়েছিল, যেখানে হ্রদের নিচে গ্যাস বেরিয়ে এসে ১,৭০০ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Tsunami: বলুন তো, ভূমিকম্পে সমুদ্রে সুনামি হলেও নদীতে হয় না কেন? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল