GK: ঘড়িতে সব সময় ১০টা ১০ দেখায় কেন? দোকানে হোক বা ছবিতে.... সাংঘাতিক অবাক করা এক কারণ কিন্তু
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞদের মতে ১০:১০ সময়টি প্রস্তুতকারদের দ্বারা বেছে নেওয়া হয়েছে। কারণ প্রস্তুতকারকেরা তাদের নাম ১২টার নীচে লেখেন।
advertisement
1/5

ঘড়ি ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। চলার কথাও না। এমন কোনও বাড়ি নেই যেখানে কোনও ঘড়ি নেই। শুধু বাড়িই বা কেন, যতই ফোন আসুক না কেন হাতঘড়ির অভ্যাসও কিন্তু আমরা ছাড়তে পারি না।
advertisement
2/5
লক্ষ্য করে থাকবেন শোরুমে দেয়াল ঘড়ি বা হাত ঘড়িতে সবসময় ১০টা বেজে ১০ মিনিট দেখায়। কিন্তু কেন জানেন?
advertisement
3/5
কথিত আছে আব্রাহাম লিংকন এই সময় মারা যান। তবে আব্রাহাম লিঙ্ক ১০.১৫-এ মারা গিয়েছিলেন। কেউ কেউ বলছেন যে এই সময়ে নাগাসাকি ও হিরোশিমাতে বিস্ফোরণ হয়েছিল। কিন্তু এই সত্যটিও ভুল।
advertisement
4/5
বিশেষজ্ঞদের মতে ১০:১০ সময়টি প্রস্তুতকারদের দ্বারা বেছে নেওয়া হয়েছে। কারণ প্রস্তুতকারকেরা তাদের নাম ১২ টার নীচে লেখেন।
advertisement
5/5
ঘড়ির কাঁটা যখন ১০:১০ বেজে থাকে তখন কাঁটাটি ‘V’ চিহ্ন তৈরি করে, যা বিজয়ের প্রতীক হিসেবে দেখায় এবং ঘড়িটি দেখে মনে হয় হাসছে। এর পিছনেও কোনও বৈজ্ঞানীক কারণ নেই কিন্তু।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: ঘড়িতে সব সময় ১০টা ১০ দেখায় কেন? দোকানে হোক বা ছবিতে.... সাংঘাতিক অবাক করা এক কারণ কিন্তু