Poppy seed harvesting: পোস্ত চাষে কোটি কোটি টাকা, কিন্তু ৩ রাজ্য ছাড়া আর কোথাও চাষ করা যায় না পোস্ত! জানেন কোন ৩টি রাজ্য?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Poppy seed cultivation: আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত বা পোস্তর বড়া- পোস্ত কিন্তু সকলেরই প্রিয়। ভারতে বর্তমানে শুধু তিনটি রাজ্য আইনি ভাবে পোস্ত চাষ করতে পারে।
advertisement
1/5

আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত বা পোস্তর বড়া- পোস্ত কিন্তু সকলেরই প্রিয়। ভারতে পোস্ত চাষের ইতিহাসও বেশ পুরনো। মুঘল আমলেও ভারতে রমরমিয়ে হত পোস্ত চাষ। প্রতীকী ছবি।
advertisement
2/5
খাওয়ার সঙ্গে নেশার দ্রব্য হিসাবেও পোস্ত বা আফিম ব্যবহার করা হত। কিন্তু ব্রিটিশ শাসনের শুরুতেই পোস্ত চাষ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ব্রিটিশ সরকার। প্রতীকী ছবি।
advertisement
3/5
পরে স্বাধীনতার পরেও পোস্ত চাষের প্রতি ভারত সরকারের নিয়ন্ত্রণ ছিলই। ১৯৬১ সালে ‘সিঙ্গল কনভেনশন অন নারকোটিক ড্রাগস’ নামক এক সম্মেলন থেকে আফিমের নেশা মুক্তির ডাক দেওয়া হয়। প্রতীকী ছবি।
advertisement
4/5
পরে ভারত সরকার পোস্ত গাছ থেকে আফিমের আঠা উৎপাদন করার অনুমতি দেওয়া হয়েছিল। পরে ১৯৮৫ সালে আইন করে ভারতে পোস্ত চাষ নিষিদ্ধ করা হয়। ভারতে বর্তমানে শুধু তিনটি রাজ্য আইনি ভাবে পোস্ত চাষ করতে পারে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। প্রতীকী ছবি।
advertisement
5/5
যদিও এর আগে কেন্দ্রের কাছে আইনি ভাবে পোস্ত চাষের অনুমতি দেওয়ার দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Poppy seed harvesting: পোস্ত চাষে কোটি কোটি টাকা, কিন্তু ৩ রাজ্য ছাড়া আর কোথাও চাষ করা যায় না পোস্ত! জানেন কোন ৩টি রাজ্য?