GK: বলুন তো, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি? বাঘ-সিংহ-সাপ কোনওটাই কিন্তু নয়, নামটা শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: ফিলিপাইনে প্রতি বছর ২০-৪০জন মানুষ মারা যান এই প্রাণীটির কারণে।
advertisement
1/6

হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ-সিংহের কথা। কিন্তু বাস্তবে পৃথিবীর প্রথম পাঁচ হিংস্র প্রাণীর তালিকায় বাঘ কিংবা সিংহ কারও নাম নেই। তবে যারা আছে, তাদের নাম রীতিমতো অবাক করে দেওয়া।
advertisement
2/6
সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস্র প্রাণী অন্য কিছু নয়, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ! কী এই বক্স জেলিফিশ?
advertisement
3/6
বক্স জেলিফিশ হল সেই প্রাণী, যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। অসাধারণ তার রূপ, ঠিক যেন অনেকটা স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় ১৫ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সেই প্রাণীই এখন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত।
advertisement
4/6
এক একটি জেলিফিশে যে পরিমান বিষ থাকে, তাতে ৬০জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রন্তের হৃৎপিন্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে আক্রমণ করে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন?
advertisement
5/6
ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল বা কর্ষিকার কাঁটার খোঁচা ত্বকে লাগলে চুলকানির মতো ত্বকের সমস্যা হতে পারে। কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে আপনার মৃত্যু হবে তিন মিনিটের মাথায়।
advertisement
6/6
ফিলিপাইনে প্রতি বছর ২০-৪০জন মানুষ মারা যান এই বক্স জেলিফিশের কারণে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন তো, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি? বাঘ-সিংহ-সাপ কোনওটাই কিন্তু নয়, নামটা শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত