GK: এক কামড়েই ছবি! সাপের থেকেও বিষাক্ত গাছ, নীচে দাঁড়ানো পর্যন্ত নিষেধ! কোথায় রয়েছে এমন গাছ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Most Venomous tree: শুধু সাপ নয়, এমন অনেক উদ্ভিদ আছে যার মধ্যে বিষের পরিমাণ অনেক বিষাক্ত সাপের চেয়েও বেশি। উদ্ভিদের বিষ এতটাই যে তার কাছে হার মানবে গোখরোর মতো সাপও। এমনই একটি গাছ হল ম্যানচিনিল গাছ।
advertisement
1/5

বিষাক্ত প্রাণীর কথা বললেই সবার আগে উঠে আসে সাপের কথা। যার একটা ছোট্ট কামড়েই মৃত্যু হয় মানুষের। সাপকে ভয় পায় না এমন প্রাণী খুব কমই আছে।
advertisement
2/5
কিন্তু শুধু সাপ নয়, এমন অনেক উদ্ভিদ আছে যার মধ্যে বিষের পরিমাণ অনেক বিষাক্ত সাপের চেয়েও বেশি। উদ্ভিদের বিষ এতটাই যে তার কাছে হার মানবে গোখরোর মতো সাপও। এমনই একটি গাছ হল ম্যানচিনিল গাছ।
advertisement
3/5
দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ফ্লোরিডায় পাওয়া যায় এই বিষাক্ত গাছ। গাছটিতে আপেলের মতো ফল হয়, ফল সমেত গাছটি থেকে নিঃসৃত তরল মানুষের শরীরে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি করে।
advertisement
4/5
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক ম্যানচিনিল গাছের গায়ে বিধিবদ্ধ সতর্কীকরণ লেখা আছে। শুধু তাই নয়, গাছের গায়ে এটাও লেখা রয়েছে যে ‘বৃষ্টির সময়ে এই গাছের নীচে দাঁড়ানোও নিষিদ্ধ।
advertisement
5/5
ম্যানচিনিল গাছের ফলে এক বার কামড় দিলেই গলা এবং মুখে অস্বস্তি শুরু হয়। পরে পেটে চলে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বর্তমানে ফ্লোরিডায় এই গাছ বিলুপ্তপ্রায়, সংরক্ষণের চেষ্টা চালাচ্ছেন পরিবেশবিদরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: এক কামড়েই ছবি! সাপের থেকেও বিষাক্ত গাছ, নীচে দাঁড়ানো পর্যন্ত নিষেধ! কোথায় রয়েছে এমন গাছ