GK: রয়েছে মাত্র দুটি অক্ষর! বিশ্বের সবথেকে ছোট নামের রেল স্টেশনের নাম কী? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Do You Know Which Is shortest named railway station In India: ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তারমধ্যে অন্যতম দেশের সবথেকে ছোট রেল স্টেশনের নাম।
advertisement
1/6

ভারতীয় গণ পরিবহনের সবথেকে বড় মাধ্যম হল রেল। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের কোটি কোটি মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ট্রেন। স্বাধীনতার পর থেকে সময় যত এগিয়েছে রেল পরিষেবা দেশের প্রত্যন্ত প্রান্তরে পৌছে দেওয়া হয়েছে। সেই কাজ এখনও চলছে।
advertisement
2/6
রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না। রেলে আমরা যাতায়াত করলেও, রেল লাইন দেখলেও, ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তারমধ্যে অন্যতম দেশের তথা বিশ্বের সবথেকে ছোট রেল স্টেশনের নাম।
advertisement
3/6
ভারতের সবথেকে ছোট রেল স্টেশনের নাম যাদের কাছে অজানা, তারা সকলেই এই নাম শুনলে অবাক হবেন। কারণ দেশের সবথেকে ছোট রেল স্টেশনের নামে অক্ষর সংখ্যা মাত্র ২। অবাক লাগলেও এটা সত্যি। আর যথেষ্ট ব্যস্ততম ওই রেল স্টেশন।
advertisement
4/6
ভারতের সবথেকে ছোট রেল স্টেশনটি আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশি দূরেও নয়। আমাদের পাশের রাজ্য ওড়িশাতে রয়েছে সেই স্টেশন। আর সেই স্টেশনের নাম হল ইব। ইংরেজিতে যার নামের বানান হল শুধমাত্র IB।
advertisement
5/6
ওড়িশা দিয়ে বয়ে গেছে মহানদী। যার আবার শাখা নদী রয়েছে অনেক। সেইসব শাখা নদীর একটি ইব। এই ইব নদীর নামেই ওড়িশার একটি স্টেশনের নাম ইব। এমন নামের কারণেই ইব স্টেশন খুব বড় না হলেও তাকে দেশের হাজারো স্টেশনের থেকে আলাদা করেছে।
advertisement
6/6
ওড়িশার ঝারসুগুড়া জেলার অন্তর্গত এই স্টেশন ভারতীয় রেলের বিলাসপুর ডিভিশনের অন্তর্গত। ইব রেলস্টেশনে রয়েছে ২টি মূল প্ল্যাটফর্ম। ১৮৯১ সাল থেকে এই ইব স্টেশন কার্যকরী হয়। এখান দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। অর্থাৎ ১৩০ বছরেরও বেশি বয়স এই স্টেশনের।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: রয়েছে মাত্র দুটি অক্ষর! বিশ্বের সবথেকে ছোট নামের রেল স্টেশনের নাম কী? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ