TRENDING:

GK Earth without Sun: বলুন তো, ১ মিনিটের জন্য সূর্য অদৃশ্য হয়ে গেলে পৃথিবীর কী হবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...

Last Updated:
Earth without Sun: সূর্য যদি হঠাৎ মাত্র এক মিনিটের জন্য অদৃশ্য হয়, পৃথিবী কি তাহলে ভয়ঙ্কর বিপদে পড়বে? না কি অন্য কিছু? শুধু অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসবে, না কি অন্ধকারে বরাবরের মতো তলিয়ে যাবে? জানুন বিস্তারিত...
advertisement
1/9
বলুন তো, ১ মিনিটের জন্য সূর্য অদৃশ্য হলে পৃথিবীর কী হবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
ভাবুন তো, যদি আমাদের আলোর ও তাপের একমাত্র উৎস সূর্য হঠাৎ এক মিনিটের জন্য অদৃশ্য হয়ে যায়, তবে পৃথিবীতে কী ঘটবে? এটা কি কেবল অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসার মতো সাধারণ কিছু হবে, না কি ভয়ানক পরিণতি ডেকে আনবে?
advertisement
2/9
এই প্রশ্নটি যেন কোনো সায়েন্স ফিকশন কাহিনির মতো। কোয়ারা-তে এই প্রশ্ন ঘিরে একটি প্রাণবন্ত আলোচনা শুরু হয়। অনেকে বলেন, সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলেও তার আলো পৃথিবীতে পৌঁছাতে ৮.৫ মিনিট সময় লাগে। তাই সূর্য যদি হঠাৎ নিঃশেষও হয়ে যায়, আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতেই পারব না।
advertisement
3/9
যে সমস্ত জায়গায় তখন দিন চলছিল, তারা সূর্যের আলো পাবে আরও প্রায় ৮.৫ মিনিট। এরপর হঠাৎ রাতের মতো অন্ধকার নেমে আসবে। এটা অনেকটা আচমকা সূর্যগ্রহণের মতো হবে। কেউ কেউ বিভ্রান্ত হতে পারেন, দুর্ঘটনাও ঘটতে পারে, কিন্তু পৃথিবীর তাপমাত্রা তাতে তেমনভাবে প্রভাবিত হবে না।
advertisement
4/9
বিশেষজ্ঞদের মতে, মাত্র এক মিনিটের জন্য সূর্য না থাকলে পৃথিবীতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটবে না। অধিকাংশ মানুষ হয়তো ব্যাপারটি ধরতেই পারবে না। তবে সূর্য যদি কয়েক সপ্তাহ বা মাসের জন্য অদৃশ্য হয়, তখন শুরু হবে ভয়ানক বিপর্যয়।
advertisement
5/9
সপ্তাহখানেকের মধ্যেই ছোট ছোট গাছপালা মারা যেতে শুরু করবে, তাপমাত্রা নামবে প্রায় ০ ডিগ্রি সেলসিয়াসে। মাসের পর মাস সূর্যের আলো না পেলে, ফটোসিন্থেসিস বন্ধ হয়ে যাবে, ফলে অধিকাংশ উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে।
advertisement
6/9
যদিও বড় গাছগুলো কয়েক দশক টিকে থাকতে পারে, তবে সমুদ্রের উপরিভাগ বরফে ঢেকে যাবে। পুরো মহাসাগর বরফে পরিণত হতে হাজার হাজার বছর লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটাই ঘটবে।
advertisement
7/9
এক মিনিটের জন্য সূর্যের অদৃশ্যতা পৃথিবীর ওপর বড় কোনো প্রভাব ফেলবে না, এ নিয়ে সবাই একমত। সবচেয়ে বেশি প্রভাব পড়বে মানুষের মনস্তাত্ত্বিক ও সামাজিক স্তরে—প্যানিক, বিভ্রান্তি বা গুজব তৈরি হতে পারে।
advertisement
8/9
কিন্তু যদি সূর্য কয়েক বছর পর্যন্ত অদৃশ্য থাকে, তাহলে মানুষের সভ্যতা ধ্বংস হয়ে যাবে। মানুষ হয়তো তখন ভূগর্ভে কৃত্রিম বসতিতে জিওথার্মাল শক্তির উপর নির্ভর করে বাঁচার চেষ্টা করবে।
advertisement
9/9
যদি সূর্য শতাব্দীর পর শতাব্দী না থাকে, পৃথিবীর তাপমাত্রা নেমে যাবে -২৪০°C এর কাছাকাছি। বায়ুমণ্ডল উবে যাবে, সূর্য ছাড়া কসমিক রেডিয়েশন সরাসরি আঘাত করবে, এবং পৃথিবী হয়ে উঠবে এক মৃত গ্রহ, যেখানে হয়তো কেবল গভীর সমুদ্রের কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Earth without Sun: বলুন তো, ১ মিনিটের জন্য সূর্য অদৃশ্য হয়ে গেলে পৃথিবীর কী হবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল