TRENDING:

GK:মুরগির মাংস তো আমরা খাই! কিন্তু 'মুরগি' কোন দেশের জাতীয় পাখি? বলুন তো দেখি

Last Updated:
GK Do You Know Which Country National Bird Is Hen: প্রতিটি দেশই নির্দিষ্ট একটি জাতীয় পশু বা জাতীয় পাখি নির্বাচিত করে। বলুন তো, 'মুরগি' কোন দেশের জাতীয় পাখি। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
1/7
GK: মুরগির মাংস তো আমরা খাই! কিন্তু 'মুরগি' কোন দেশের জাতীয় পাখি? বলুন তো দেখি
আমাদের জাতীয় পাখির নাম কেউ জানতে চাইলে এক বাক্যে কোনও কিছু না ভেবে আমরা বলে দিতে পারি। ময়ূর আমাদের জাতীয় পাখি তা আমাদের সকলের জানা। কিন্তু অন্যান্য দেশের জাতীয় পাখি নিয়ে আমরা খুব একটা ওয়াকিবহাল নই।
advertisement
2/7
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে। সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
3/7
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি খুব চেনা একটি প্রশ্ন, কিন্তু তারপরও অনেকেই এর উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন। প্রতিটি দেশই নির্দিষ্ট একটি জাতীয় পশু বা জাতীয় পাখি নির্বাচিত করে। বলুন তো, 'মুরগি' কোন দেশের জাতীয় পাখি। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
4/7
মুরগি শুনলেই রকমারি স্বাদের বিভিন্ন আইটেমের কথা মাথায় আসে। কিন্তু আমরা যেই প্রাণিটির মাংস এত স্বাদ নিয়ে খেয়ে থাকি সেই প্রাণিটিও জাতীয় পাখি হতে পারে কোনও দেশের তা আমরা ভেবেও দেখি না।
advertisement
5/7
এবার আসা যাক আসল প্রশ্নের উত্তরে। একটু বুদ্ধি খাটালেই এর উত্তর দেওয়া সম্ভব। উত্তরটি হল আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় পাখি হল শ্রীলঙ্কার জঙ্গল ফাউল।
advertisement
6/7
এর আগে একে সিলন জঙ্গলফাউল বলা হত। এই পাখিটি শ্রীলঙ্কার বিভিন্ন জঙ্গল এলাকাতেই একমাত্র দেখা যায়। এটি মুরগি-র একটি প্রজাতী। এক বন মুরগিও বলে থাকেন অনেকে। জঙ্গল ফাউল সর্বভুক প্রাণী।
advertisement
7/7
এটি একটি বিরল প্রজাতীর পাখি বান মুরগিদের মধ্যে পড়ে। এই জঙ্গল ফাউল শুধু শ্রীলঙ্কাতেই বনাঞ্চলে পাওয়া যায়। বনমুরগির দৈর্ঘ্য কমবেশি ৩৫ সেন্টিমিটার এবং ওজন ৫১০-৬৪৫ গ্রাম হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK:মুরগির মাংস তো আমরা খাই! কিন্তু 'মুরগি' কোন দেশের জাতীয় পাখি? বলুন তো দেখি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল