GK: ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন 'এটি'! একবার উঠলে গা ঘিনঘিন করে উঠবে, নাম শুনে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
GK: অনেক ট্রেনেই যাত্রীরা দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার অভিযোগ করেন।
advertisement
1/8

ভারতীয় রেলওয়ে ট্রেন ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি করে। অথচ রেলের এমন কিছু ট্রেন রয়েছে, যেগুলি একবার চড়লে আপনার গা ঘিনঘিন করতে পারে!
advertisement
2/8
সেসব ট্রেনে যাত্রীরা দুর্গন্ধ ও অপরিচ্ছন্নতার অভিযোগ করেন। রেলওয়ে রেল মদদ অ্যাপ চালু করেছে, সেখানে যাত্রীরা প্রচুর অভিযোগ করছেন। কিন্তু তারপরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। আজ আমরা আপনাকে ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন সম্পর্কে বলতে যাচ্ছি।
advertisement
3/8
সহরসা-অমৃতসর গরীব রথ ট্রেন- এটি বিহার ও পঞ্জাবের মধ্যে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ ট্রেনগুলির মধ্যে একটি। এর পরিচ্ছন্নতা নিয়ে প্রায়ই প্রশ্ন উঠেছে।
advertisement
4/8
এই ট্রেনটিকে দেশের সবচেয়ে নোংরা ট্রেনের মধ্যে গণ্য করা হয়। এই ট্রেনে অনেক রকম সুবিধার অভাব রয়েছে। অপরিচ্ছন্ন টয়লেট, নোংরা কেবিন, দুর্গন্ধময় সিঙ্ক-এর অভিযোগ ওঠে বারবার।
advertisement
5/8
সীমাঞ্চল এক্সপ্রেস-এই ট্রেনটি দিল্লির আনন্দ বিহার থেকে যোগবানি পর্যন্ত যায়। এই ট্রেনের যাত্রীদের কাছ থেকে বেশির ভাগ অভিযোগ জমা পড়ে রেলের কাছে। কিন্তু সম্ভবত এখনও পর্যন্ত রেল প্রশাসন তা নিয়ে নড়চড়ে বসেনি।
advertisement
6/8
মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস- এই ট্রেনও নোংরা ট্রেনের তালিকায় রয়েছে। কারণ অনেকেই এই ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে অসংখ্য অভিযোগ করেছেন। ২০২৩ সালে রেলওয়ে এই ট্রেন নিয়ে ৬১ টি অভিযোগ পেয়েছিল। অতএব, আপনি যদি এই ট্রেনের টিকিট বুক করেন, তা হলে সাবধান।
advertisement
7/8
ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস-এই ট্রেনে ভ্রমণের সময় অপরিচ্ছন্নতা আপনাকে বিরক্ত করে তুলতে পারে। যাত্রীদের অভিযোগ, এই ট্রেনের আসনগুলিরও রক্ষণাবেক্ষণ হয় না।
advertisement
8/8
আজমির-জম্মু তাভি পূজা এক্সপ্রেস-এই ট্রেনে যাত্রীরা বুকিং করার আগে ২বার ভাবেন। এই ট্রেনটিরও অপরিচ্ছন্নতার জন্য যথেষ্ট বদনাম রয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন 'এটি'! একবার উঠলে গা ঘিনঘিন করে উঠবে, নাম শুনে আঁতকে উঠবেন