GK Coutries Have Less Men than Women: বলুন তো বিশ্বের কোন ১০ দেশে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে কম! পাওয়া যায় না বিয়ের পাত্রও! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
GK Coutries Have Less Men than Women: বিশ্বের এমন ১০টি দেশ রয়েছে, যেখানে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি। পুরুষের অভাবে এসব দেশে বিয়ের জন্য পাত্র পাওয়া কঠিন। কোন কোন দেশের কথা বলা হয়েছে জানুন...
advertisement
1/10

বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ভারত ও চিনের মতো এশীয় দেশগুলোতে, জনসংখ্যায় লিঙ্গ ভারসাম্যহীনতা এক বড় সমস্যা। এই দেশগুলিতে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক কম। এর ফলে অনেক সময় বিয়ের জন্য পুরুষদের অন্য দেশ থেকে কনে খুঁজে আনতে হয়। তবে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি, এবং সেখানে ‘দুলহা’ খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।
advertisement
2/10
দিজিবুতি নামক দেশটিতে নারীর সংখ্যা পুরুষের তুলনায় অনেক বেশি। এখানে মোট জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশই নারী। প্রতি একজন পুরুষের জন্য প্রায় দুজন নারী রয়েছেন। এর পেছনের কারণ হলো, এখানকার অধিকাংশ পুরুষ জীবিকার জন্য গালফ বা উপসাগরীয় দেশগুলিতে পাড়ি জমান, ফলে দেশের ভিতর পুরুষের সংখ্যা কমে যায় এবং লিঙ্গ ফারাক তৈরি হয়।
advertisement
3/10
হংকং-এর অবস্থাও অনেকটা একইরকম। এখানে লিঙ্গ অনুপাত ১.১৬, অর্থাৎ প্রতি ১১৬ জন নারীর বিপরীতে ১০০ জন পুরুষ। এর কারণ হিসেবে বলা যায়, এখানে গৃহকর্মে নিয়োজিত নারীর সংখ্যা অনেক বেশি এবং নারীরা সাধারণত পুরুষদের তুলনায় বেশি বছর বেঁচে থাকেন।
advertisement
4/10
লিথুয়ানিয়ার চিত্রটাও হংকংয়ের মতোই। এখানে বিশেষ করে বয়স্ক নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। পুরুষদের মধ্যে বিভিন্ন রোগব্যাধি বেশি দেখা যায় এবং তারা কম বয়সে মৃত্যুবরণ করেন, যার ফলে নারীর সংখ্যা বেশি হয়ে গেছে।
advertisement
5/10
এরপর রয়েছে বাহামাস। এই ছোট দেশটির জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। এর পেছনের মূল কারণ হলো, নারীদের গড় আয়ু পুরুষদের চেয়ে বেশি।
advertisement
6/10
এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রাশিয়া। বিশ্বের মধ্যে রাশিয়া অন্যতম দেশ যেখানে লিঙ্গ ভারসাম্য সবচেয়ে বেশি বিঘ্নিত। প্রায় প্রতিটি বয়সের স্তরেই নারীর সংখ্যা বেশি। পুরুষরা নানা রোগ, মদ্যপান, এবং দীর্ঘকালীন যুদ্ধের কারণে অনেক আগে মারা যান। অন্যদিকে, রাশিয়ান নারীরা তাঁদের সৌন্দর্যের জন্যও বিখ্যাত, বিশেষত এশিয়ান দেশগুলিতে।
advertisement
7/10
রাশিয়ার চিরশত্রু ও যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনেও লিঙ্গ ভারসাম্য বিঘ্নিত। এখানে প্রতি ১০০ জন নারীর বিপরীতে মাত্র ৮৭ জন পুরুষ রয়েছেন। পুরো দেশের জনসংখ্যার ৫৩ শতাংশই নারী।
advertisement
8/10
রাশিয়ার মতোই বেলারুশেও নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। শহরাঞ্চলে এই সমস্যা আরও প্রকট। পুরুষদের কম আয়ু এবং স্বাস্থ্যগত সমস্যাগুলিই এর পেছনে মূল কারণ।
advertisement
9/10
লাটভিয়া এবং অ্যাংগুইলা নামক দেশগুলোতেও পুরুষ-নারীর অনুপাত ভারসাম্যহীন। লাটভিয়ায় পুরুষদের স্বাস্থ্য সমস্যা এবং কম আয়ু এর কারণ, আর অ্যাংগুইলায় পুরুষদের ব্যাপক হারে বিদেশে চলে যাওয়ার ফলেই নারীদের সংখ্যা বেশি।
advertisement
10/10
পুয়ের্তো রিকো এবং মলদোভার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। এখানকার পুরুষরা কাজের খোঁজে আমেরিকা কিংবা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমায়। এর ফলে দেশে নারীদের সংখ্যা অনেক বেশি হয়ে পড়েছে। এই দুই দেশেরই লিঙ্গ অনুপাত ১.১২, অর্থাৎ প্রতি ১১২ জন নারীর বিপরীতে ১০০ জন পুরুষ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Coutries Have Less Men than Women: বলুন তো বিশ্বের কোন ১০ দেশে পুরুষদের সংখ্যা মহিলাদের থেকে কম! পাওয়া যায় না বিয়ের পাত্রও! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি...