TRENDING:

GK: কলকাতা তো সবচেয়ে বড়, কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি জানেন? নাম শুনলে চমকে উঠবেন ১০০% নিশ্চিত

Last Updated:
GK: আপনি কি জানেন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?
advertisement
1/6
কলকাতা তো সবচেয়ে বড়, কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি জানেন?
পশ্চিমবঙ্গে এমন অনেক শহর রয়েছে যেগুলি বিশেষ কারণের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। সাধারণত আমরা কলকাতাকেই সবচেয়ে বড় শহর হিসেবে জানি, তবে আপনি কি জানেন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? এই প্রশ্নের উত্তর না জানা থাকলে, আজ সেই তথ্যই তুলে ধরা হল আপনাদের সামনে।
advertisement
2/6
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরের কথা বললে, জনসংখ্যার নিরিখে অবশ্যই তা আসানসোল। আসানসোল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি নগর ও পৌর নিগমাধীন অঞ্চল। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহরাঞ্চল এবং পশ্চিম বর্ধমান জেলার সদর।
advertisement
3/6
আসানসোল নামটি সাঁওতালি ভাষা থেকে আগত। আসান শব্দের অর্থ বড় গাছ এবং সোল হল ধান চাষের যোগ্য ভূমি।
advertisement
4/6
ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে, আসানসোলের জনসংখ্যা ১২ লাখের উপর। এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
advertisement
5/6
আসানসোলে সাক্ষরতার হার ৭৩%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৬৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে আসানসোলের সাক্ষরতার হার অধিক।
advertisement
6/6
আসানসোলের প্রধান রেল স্টেশন শহর আসানসোল জংশন। এই স্টেশন থেকে বহু স্থানে রেল সংযোগ রয়েছে। উত্তর ভারতের সঙ্গে, কলকাতার সঙ্গে সংযোগের প্রায় সমস্ত ট্রেন আসানসোলের সঙ্গে সংযুক্ত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: কলকাতা তো সবচেয়ে বড়, কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি জানেন? নাম শুনলে চমকে উঠবেন ১০০% নিশ্চিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল