TRENDING:

ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, 'কে তুমি...?' নাম শুনেই ঘাম ছুটল পুলিশ অফিসারের!

Last Updated:
Ghaziabad News: চমকে দেওয়া ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই ঘটনা শুনলে আপনিও অবাক হবেন। এক মহিলা খুবই নোংরা ছেঁড়া-খোঁড়া পোশাক পরে থাকতেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হাত খুবই গরিব। থাকতেনও একটি কুঁড়েঘরে।
advertisement
1/13
ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, 'কে তুমি...?' নাম শুনেই ঘাম ছুটল পুলিশ অফিসারের!
চমকে দেওয়া ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই ঘটনা শুনলে আপনিও অবাক হবেন। এক মহিলা খুবই নোংরা ছেঁড়া-খোঁড়া পোশাক পরে থাকতেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হাত খুবই গরিব। থাকতেনও একটি কুঁড়েঘরে।
advertisement
2/13
একটা বিষয় ছিল অদ্ভুত। মহিলা প্রায় প্রতিদিনই তাঁর ঝুপড়ি বদল করতেন। শুধু তাই নয়, ৫ থেকে ৬ জন যুবকও থাকতেন তাঁর সঙ্গে সঙ্গে। এদিকে ঠিক সময়ই এলাকায় স্বর্ণমুদ্রার নামে লাখ লাখ টাকা প্রতারণাকারী একটি চক্রের সন্ধানে ব্যস্ত স্থানীয় মুরাদনগর থানা পুলিশ।
advertisement
3/13
একটা বিষয় ছিল অদ্ভুত। মহিলা প্রায় প্রতিদিনই তাঁর ঝুপড়ি বদল করতেন। শুধু তাই নয়, ৫ থেকে ৬ জন যুবকও থাকতেন তাঁর সঙ্গে সঙ্গে। এদিকে ঠিক সময়ই এলাকায় স্বর্ণমুদ্রার নামে লাখ লাখ টাকা প্রতারণাকারী একটি চক্রের সন্ধানে ব্যস্ত স্থানীয় মুরাদনগর থানা পুলিশ।
advertisement
4/13
শুধু তাই নয়, শোনা যাচ্ছিল গ্যাংয়ের মূল সদস্য ছিলেন এক নারী, যার নাম পায়েল। এই সময়ই হঠাৎ ওই নোংরা পোশাকে ঘোরাফেরা করা মহিলাকেকে পুলিশ থামিয়ে জিজ্ঞেস করল, "কে তুমি?"
advertisement
5/13
মহিলা উত্তরে বলল, "আমি কাছেই একটা কুঁড়েঘরে থাকি। আমার নাম পায়েল। একথা শুনেই চমকে উঠল হতবাক পুলিশ। চলুন জেনে নেওয়া যাক গোটা ঘটনা।
advertisement
6/13
গোল্ড কয়েনের নামে প্রতারণা করা এক নারী-সহ ৫ যুবককে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহিলাই আসলে দেখা গিয়েছে সেই মহিলা যে একটা সামান্য কুঁড়েঘরে থাকত। মহিলার কাছ থেকে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।
advertisement
7/13
পুলিশের হাতে গ্রেফতার এই সকল অভিযুক্তরা সবাই স্থানীয় যাযাবর জাতির বলে জানা গিয়েছে। এরা বেশিরভাগ মধ্যপ্রদেশের কাটনির বাসিন্দা। সবাই মিলে খুব কৌশলে ঘটনাটি ঘটিয়ে চলছিল।
advertisement
8/13
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্থানে বস্তি তৈরি করে প্রতারণা চালাতে থাকত এই মহিলার গ্যাং। এসিপি সিদ্ধার্থ গৌতম বলেন, “অভিযুক্তরা জাল সোনার কয়েন বিক্রির নাম করে মানুষকে প্রতারণা করত।
advertisement
9/13
এসিপি আরও জানিয়েছেন, এই জালিয়াত চক্রটি আগ্রার এক ব্যক্তিকে একইভাবে ৯ লক্ষ টাকা প্রতারণা করেছে। অভিযুক্তদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
advertisement
10/13
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলা শিবকথা অনুষ্ঠানে আগ্রার এক যুবকের সঙ্গে আলাপ করেছিল এবং বলেছিল যে তার কাছে সোনার মুদ্রা রয়েছে, যা সে বিক্রি করতে চায়। যুবকটি মহিলার কথায় প্রভাবিত হয়ে টাকা নিয়ে তার প্রস্তাবিত জায়গায় চলে যায়। সেখানে প্রায় নয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
advertisement
11/13
পুলিশ জানিয়েছে, এক অভিযোগকারী জানিয়েছিলেন এলাকায় শিবকথা চলাকালীন এক মহিলা অভিযুক্তের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। মহিলা দাবি করেছিলেন যে তার কাছে ৩০০ গ্রাম সোনার কয়েন রয়েছে, যা তিনি বিক্রি করতে চাইছেন।
advertisement
12/13
এই অজুহাতে তাঁর কাছ থেকে নয় লাখ টাকা প্রতারণা করে চক্রটি। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
advertisement
13/13
পুলিশ আরও জানিয়েছে যে ঘটনায় একজন মহিলা-সহ মোট ৬ জন অভিযুক্ত ধরা পড়েছে, তবে সপ্তম অভিযুক্ত এখনও নিখোঁজ। তার সম্পর্কে ধৃতরা কেউ বিশেষ কিছু জানেন না। জানতে চাইলে জানা যায় তিনি এই গ্যাংয়ের বাবা গোছের কেউ। তাকে হন্যে হয়ে খুঁজে চলেছে পুলিশ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, 'কে তুমি...?' নাম শুনেই ঘাম ছুটল পুলিশ অফিসারের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল