Photoshoot at Rajbari: বিদেশি কন্যার সিঁথিতে সিঁদুর, জার্মান দম্পতির বিয়ের ফটোশ্যুট কোচবিহার রাজবাড়িতে! ভাইরাল ছবি
- Reported by:SARTHAK PANDIT
- hyperlocal
Last Updated:
ফটো শ্যুটের জন্য জনপ্রিয় হয়ে উঠছে কোচবিহার রাজবাড়ি। শুধু কোচবিহারের মানুষরা নয়। বাইরের বহু পর্যটকদের বর্তমানে দেখতে পাওয়া যায় এখানে এসে ফটো শ্যুট করতে।
advertisement
1/7

ফটো শ্যুটের জন্য জনপ্রিয় হয়ে উঠছে কোচবিহার রাজবাড়ি। একসময় এখানে ছবি তোলার নানা বিধিনিষেধ ছিল। তবে এখন সেরকম বিধিনিষেধ না থাকায় কাপলদের অন্যতম ঠিকানা হয়েছে রাজবাড়ি।
advertisement
2/7
শুধু কোচবিহারের মানুষরা নয়। বাইরের বহু পর্যটকদের বর্তমানে দেখতে পাওয়া যায় এখানে এসে ফটো শ্যুট করতে। বর্তমান সময়ে ফটোগ্রাফারদের অন্যতম পছন্দের ঠিকানা এই কোচবিহার রাজবাড়ি।
advertisement
3/7
ফটোগ্রাফার গোবিন্দ মজুমদার জানান, ইতিমধ্যেই সুদূর জার্মানির বাসিন্দা এডুয়ার্ড গোটউইক তাঁর ওয়েডিং শ্যুট করেছেন রাজবাড়িতে। রাজ ঐতিহ্যের সঙ্গে সুদর্শন রাজবাড়িকে পেয়ে তাঁরা দারুণ খুশি।
advertisement
4/7
বেশ কিছুটা সময় ধরেই প্রি ওয়েডিং এর প্রবণতা বেড়েছে। সুন্দর কোনও জায়গায় একান্তে পোজ দিয়ে ছবি তুলতে ভালোবাসেন হবু দম্পতিরা। এই কারণেই রাজবাড়ি একটি আকর্ষণীয় জায়গা।
advertisement
5/7
জার্মানির বাসিন্দা এডুয়ার্ড গোটউইক ও তাঁর স্ত্রী ঋতুপর্ণা গোটউইক সম্প্রতি কোচবিহারে এসেছিলেন। ঋতুপর্ণা বিবাহসূত্রে জার্মানির বাসিন্দা হলেও তিনি কোচবিহারের মেয়ে।
advertisement
6/7
জার্মানিতে বিয়ে সম্পন্ন করে কোচবিহারে শ্বশুর বাড়িতে এসেছিলেন এডুয়ার্ড গোটউইক। এখানেও তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। তারই মাঝে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়িতে ওয়েডিং শ্যুট করেছেন তাঁরা।
advertisement
7/7
ফটোগ্রাফার গোবিন্দ মজুমদার মারফত সুদূর জার্মানি থেকে ফোনে এডুয়ার্ড গোটউইক ও ঋতুপর্ণা গোটউইক জানিয়েছেন, এবারই প্রথম রাজবাড়ি দেখলেন এডুয়ার্ড। তিনি জানিয়েছেন, রাজবাড়ি দেখে তিনি মুগ্ধ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Photoshoot at Rajbari: বিদেশি কন্যার সিঁথিতে সিঁদুর, জার্মান দম্পতির বিয়ের ফটোশ্যুট কোচবিহার রাজবাড়িতে! ভাইরাল ছবি