TRENDING:

General Knowledge: বলুন তো পাইলটরা কেন পারফিউম ব‍্যবহার করতে পারে না? প্লেনে কেন বারণ সুগন্ধী? ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন

Last Updated:
Pilots Interesting Facts: পারফিউম থেকে কী এমন ক্ষতি হতে পারে প্লেনের বা প্লেনের যাত্রীদের? সুগন্ধী দ্রব‍্য ডেকে আনতে পারে কোন বিপদ?
advertisement
1/11
বলুন তো পাইলটরা কেন পারফিউম ব‍্যবহার করতে পারে না? প্লেনে কেন বারণ সুগন্ধী?
দেহে সুগন্ধীর ব‍্যবহার আজ থেকে নয়, সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। বেশিরভাগ মানুষই পারফিউম ব্যবহার করতে পছন্দ করেন। শরীর থেকে দুর্গন্ধ বেরোক, এমন ইচ্ছা কারও থাকে না। তাই পারফিউম কেবল বিলাসিতা নয়, কিছু ক্ষেত্রে রীতিমতো প্রয়োজনীয়।
advertisement
2/11
কিন্তু জানলে বেশিরভাগ জনেই অবাক হবেন যে, যতই ভাল লাগুক তবু পাইলটরা চাইলেও পারফিউম ব‍্যবহার করতে পারেন না। শুধু পাইলটরা নন, প্লেনের অন‍্যান‍্য ক্রু মেম্বাররাও ব‍্যবহার করতে পারেন না পারফিউম।
advertisement
3/11
কিন্ত কেন? পারফিউম থেকে কী এমন ক্ষতি হতে পারে প্লেনের বা প্লেনের যাত্রীদের? সুগন্ধী দ্রব‍্য ডেকে আনতে পারে কোন বিপদ?
advertisement
4/11
পারফিউম বা সুগন্ধী কেবলমাত্র একটি কারণে নয়, একাধিক কারণে ব‍্যবহার করা যায় না। শুধু তাই নয়, সুগন্ধী ডেকে আনতে পারে মারাত্মক বিপদও।
advertisement
5/11
দাহ‍্য বস্তু: পারফিউমে থাকে অ‍্যালকোহল। তাই পারফিউম হল দাহ‍্য বস্তু। যার কারণে এতে খুব দ্রুত আগুন লাগতে পারে এবং বিপদের সম্ভাবনা তৈরি করতে পারে।
advertisement
6/11
তাই প্লেনে পাইলট এবং ক্রু-মেম্বারদের পারফিউম এবং ডিওডোরেন্ট ব্যবহার করে যাওয়া নিষিদ্ধ। তবে কেবলমাত্র এই একটি নয়, আরও কারণ রয়েছে।
advertisement
7/11
তীব্র গন্ধ: অনেক সুগন্ধীরই গন্ধ বেশ তীব্র হয়। যা পাইলটের মনোযোগ বিঘ্নিত করতে পারে। তীব্র গন্ধের কারণে পাইলটের শ্বাস নিতে অসুবিধা হতে পারে। এটিও একটি কারণ যে বিমানের পাইলট এবং ক্রু-মেম্বারদের পারফিউম ব্যবহার করে প্লেনে যাওয়ার অনুমতি নেই।
advertisement
8/11
ব্রেথ অ্যানালাইজার টেস্ট: কিছু পারফিউমে অ্যালকোহলের পরিমাণ অনেক বেশি থাকে, এমন পরিস্থিতিতে যদি পাইলট বা ক্রু-মেম্বার পারফিউম ব্যবহার করে যান, তবে ব্রেথ অ্যানালাইজার টেস্টে তাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে।
advertisement
9/11
প্রসঙ্গত, প্লেনে যাওয়ার আগে পাইলট এবং ক্রু-মেম্বারের ব্রেথ অ্যানালাইজার টেস্ট হয়, যাকে শ্বাস পরীক্ষা বা অ্যালকোহল পরীক্ষা বলা হয়। এই টেস্ট একটি ডিভাইসের সাহায্যে করা হয়, যার মাধ্যমে ব্যক্তির শ্বাসে অ্যালকোহলের পরিমাণ মাপা হয়।
advertisement
10/11
অ্যালার্জি: কারও কারও পারফিউমে অ্যালার্জি থাকে। এমন পরিস্থিতিতে যদি পাইলট এবং ক্রু-মেম্বার পারফিউম ব্যবহার করে প্লেনে যান তবে যাত্রীদের অসুবিধা হতে পারে। তাদের হাঁচি, কাশি বা শ্বাস নিতে অসুবিধার সমস্যা হতে পারে।
advertisement
11/11
সুগন্ধযুক্ত জিনিস: এছাড়াও পাইলট এবং ক্রু-মেম্বারদের উড়ানের আগে মাউথওয়াশ, টুথপেস্ট এবং অন্যান্য সুগন্ধযুক্ত জিনিস ব্যবহার করতেও নিষেধ করা হয়, কারণ এই সমস্ত জিনিসে অ্যালকোহলের পরিমাণ থাকে, যা ব্রেথ অ্যানালাইজার টেস্টে পজিটিভ রেজাল্ট আনতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বলুন তো পাইলটরা কেন পারফিউম ব‍্যবহার করতে পারে না? প্লেনে কেন বারণ সুগন্ধী? ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল