General Knowledge Story: কোল্ড ড্রিঙ্কসের বোতলের নীচ ঢেউ খেলানো হয় কেন বলুন তো? উত্তর দিতে গেলে হোঁচট খেতে হবে সকলকেই, রইল কড়া চ্যালেঞ্জ
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শুনলে অবাক হবে, প্রায় ১৭ শতকের দিকে এই ঠান্ডা পানীয়ের ইতিহাস শুরু৷ ইউরোপীয়রা প্রাকৃতিকভাবে কার্বনেট স্প্রিং ওয়াটার অনুকরণ করার চেষ্টা করা হয়েছিল৷
advertisement
1/6

আমাদের চারপাশে এমন অনেক বস্তু আছে, যাদের আমরা রোজ দেখি, তাঁদের আকারও অন্যের চেয়ে আলাদা হয়৷ কিন্তু কেন আলাদা হয়, সেই নিয়ে ভাবিও না৷ এমনই এক বস্তু হল ঠান্ডা পানীয়ের বোতল৷
advertisement
2/6
আচ্ছা আপনারা, লক্ষ করেছেন কোমল ঠান্ডা পানীয় নীচটা সমতল নয়৷ বরং তার নীচে স্পাইক থাকে৷ অনেকে বলে এ হল নতুন স্টাইল৷ কিন্তু মোটেও না৷ এর পিছনে রয়েছে নিখাদ বিজ্ঞান৷
advertisement
3/6
শুনলে অবাক হবে, প্রায় ১৭ শতকের দিকে এই ঠান্ডা পানীয়ের ইতিহাস শুরু৷ ইউরোপীয়রা প্রাকৃতিকভাবে কার্বনেট স্প্রিং ওয়াটার অনুকরণ করার চেষ্টা করা হয়েছিল৷
advertisement
4/6
ইতিহাস ছেড়ে এবারে বর্তমানে আসা যাক৷ যে কোনও বাজারজাত পণ্যের মতোই এই বোতলকেও নানা ভাবে স্টাইলিং করতে হয়৷ স্পাইক বোটমেরও নানা ধরন থাকে৷ তবে খেয়াল করবেন কোনও কোমল পানীয়ের বোতল নীচ সমতল হয় না৷
advertisement
5/6
এর প্রধান কারণ হল, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে থাকা গ্যাস৷ আসলে এই ধরনের পানীয়তে প্রতুর পরিমাণে গ্যাস উচ্চ-চাপে বোতলের ভিতরে প্রবেশ করানো হয়৷ বোতল ঠান্ডা হয়ে গেলে এই গ্যাস আরও আয়তনে বৃদ্ধি পায়৷ এই ধরনের আকার সেই আয়তন বৃদ্ধিতে উপযুক্ত৷
advertisement
6/6
ঠান্ডা হলে পানীয়ের ভিতরে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ফলে বোতলে চাপের সৃষ্টি হয়৷ বোতলগুলির কেবল আকার এই রকম হয় না৷ এর নীচটিও উপরের চেয়ে অনেকটা শক্ত হয়৷ এর ফলে তারা সহজেই অতিরিক্ত চাপ সহ্য করতে পারে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge Story: কোল্ড ড্রিঙ্কসের বোতলের নীচ ঢেউ খেলানো হয় কেন বলুন তো? উত্তর দিতে গেলে হোঁচট খেতে হবে সকলকেই, রইল কড়া চ্যালেঞ্জ