Jeans Pants: জিন্স প্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trending GK Jeans Pants: কেন থাকে এই ছোট্ট পকেট। মোবাইল হোক বা পার্স, কোনও কিছুই রাখা যায় না ওই ছোট্ট জায়গায়। তাহলে কোন জিনিস রাখার জন্য বানান ওই পকেট?
advertisement
1/8

জিন্স প্যান্ট মোটামুটি ভাবে সবাই পরেছেন। জিন্স প্যান্টের পকেটে মধ্যে একটি ছোট পকেট থাকে। এই ছোট্ট পকেট থাকার কারণ জানেন কী? জিন্স প্যান্ট রোজ পরলেও বেশিভাগ লোকজনই জানেন না এই পকেটের আসল গুরুত্ব।
advertisement
2/8
আরাম সঙ্গে ফ্যাশন। দুইয়ের মিশেলে জিন্স জেন এক্স থেকে জেন ওয়াই, সকলের আলমারীর তাকে জায়গা করে নিয়েছে। আঁটোসাঁটো ‘ন্যারোই’ হোক, বা ঢিলেঢালা ‘কার্গো’, সারাবছর ধরে পরার জন্য প্রচুর জনের পছন্দের পোশাক হয়ে উঠেছে জিন্স।
advertisement
3/8
পুরুষ, মহিলা নির্বিশেষে এই একটি প্যান্ট ফ্যাশনে বরাবর ‘ইন’। আলমারির নানা রঙের জিন্সের সারি থাকলেও অনেকেই জানেন না জিন্স প্যান্টে কেন থাকে ছোট্ট পকেট। আদৌ কি এর কোনও ব্যবহার রয়েছে?
advertisement
4/8
জিন্সের ছোট্ট পকেট বেশিরভাগ সময়ই প্যান্টের সামনের দিকে বড় পকেটের মধ্যে থাকে। আবার কখনও কখনও জিন্সের পেছনের দিকেও থাকতে পারে। এই ছোট্ট পকেটে সাধারণত কোনও জিনিসপত্র রাখা যায়না।
advertisement
5/8
তাহলে কেন থাকে এই ছোট্ট পকেট। মোবাইল হোক বা পার্স, কোনও কিছুই রাখা যায় না ওই ছোট্ট জায়গায়। তাহলে কোন জিনিস রাখার জন্য বানান ওই পকেট?
advertisement
6/8
আসলে এই ছোট্ট পকেটের উত্পত্তি জিন্সের জন্মলগ্নের সময়ে। সেকালে মূলত পুরুষরা জিন্স প্যান্ট পরতেন। এই ছোট্ট পকেটকে বলা হয় ‘ওয়াচ পকেট’ বা ‘ফব’ পকেট।
advertisement
7/8
সেসময় ঘড়ি হাতে পরার চল শুরু হয়নি। ছোট্ট ঘড়ি পকেটে রাখা হত। ঘড়ি বা এইজাতীয় ছোট্ট জিনিস পকেটে নিরাপদে রাখার জন্যই তৈরি হয়েছিল এই ছোট্ট পকেট। তবে বর্তমানে ঘড়ি আর পকেটে রাখা হয়না।
advertisement
8/8
কিন্তু ১৫০ বছরের পুরনো ফ্যাশন আজও থেকে গিয়েছে। অবশ্য আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ছোট ছোট জিনিস রাখতেই পারেন এই পকেটে। কয়েন থেকে বিল, বা কার্ডের মতো ছোটোখাটো জিনিসপত্র দিব্যি নিরাপদে থাকবে এই পকেটে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Jeans Pants: জিন্স প্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন