TRENDING:

General Knowledge: পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি? ৯০ শতাংশ মানুষ জানে না এর উত্তর!

Last Updated:
General Knowledge: বিশ্বে অনেক প্রাণী রয়েছে যারা মানুষের জীবন কেড়ে নিতে পারে। বিজ্ঞান সম্পর্কিত ওয়েবসাইট হাউ স্টাফ ওয়ার্কস-এ চারটি ভিন্ন ভিন্ন মানদণ্ডে চারটি প্রাণীর কথা জানিয়েছে, যেগুলিকে সবচেয়ে বিপজ্জনক বলা যেতে পারে। আসুন, তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।
advertisement
1/6
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি? ৯০ শতাংশ মানুষ জানে না এর উত্তর!
যখন বিপজ্জনক প্রাণীদের কথা বলা হয়, তখন সাধারণত আমরা সিংহ, চিতাবাঘ, সাপ, কুমির, হাতি ইত্যাদি প্রাণীকে বিপজ্জনক মনে করি। কিন্তু, ছোট্ট একটা পোকা বা বড় কোনও প্রাণীও মানুষের ক্ষতি করতে পারে যদি সেটি আক্রমণ করে। হাতির মতো বিশাল প্রাণীও তার শুঁড় বা ওজন ব্যবহার করে মানুষের প্রাণ নিতে পারে। তবে, সবচেয়ে বিপজ্জনক প্রাণী কে এবং তারা কতজন মানুষের প্রাণ নিয়েছে, তা নির্ধারণ করা কেমন হবে? এই প্রশ্নের উত্তর হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইট দিয়েছে। তারা চারটি ভিন্ন ভিন্ন মানদণ্ডে বিপজ্জনক প্রাণীদের তালিকা প্রকাশ করেছে।
advertisement
2/6
সবচেয়ে বিষাক্ত প্রাণী - অনেকেই মনে করেন সাপ সবচেয়ে বিষাক্ত প্রাণী, আবার অনেকে বক্স জেলিফিশকে সবচেয়ে বিষাক্ত মনে করেন, তবে হাউ স্টাফ ওয়ার্কস অনুযায়ী সবচেয়ে বিষাক্ত প্রাণী হচ্ছে জিওগ্রাফি কন স্নেইল (Geography Cone Snail)। এটি এক ধরনের শামুক। ধারণা করা হয়, সাপের মতো প্রাণীকে মারার জন্য যে পরিমাণ বিষ প্রয়োজন, এই প্রাণী সেই বিষের মাত্র দশভাগ দিয়ে একটি শিকারকে মৃত্যুর কোলে পাঠাতে পারে। এই প্রাণীটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শিলা এলাকায় বাস করে এবং মানুষের সঙ্গে এর সংস্পর্শ খুব কম হয়। তাই, এই প্রাণী দ্বারা মানুষ মারা যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে, এখন পর্যন্ত এই শামুকের বিষ থেকে ৩০ জন ডুবুরি প্রাণ হারিয়েছে। বর্তমানে এর বিষের নিরাময়ের কোনো চিকিৎসা নেই।
advertisement
3/6
সবচেয়ে বেশি রোগ ছড়ানোর প্রাণী যদি রোগ ছড়ানোর পরিপ্রেক্ষিতে কথা বলা হয়, তাহলে সন্দেহাতীতভাবে সবচেয়ে বিপজ্জনক প্রাণী হলো মশা ও মাছি। ডেঙ্গু, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, এনসেফালাইটিস সহ নানা ভয়ঙ্কর রোগের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর ৭ লাখেরও বেশি মানুষ মশার কামড়ে মারা যায়।
advertisement
4/6
নিজের এলাকায় সবচেয়ে বিপজ্জনক প্রাণী - দেখতে অনেকটাই শান্ত এবং নিরীহ মনে হলেও, হিপ্পো (Hippopotamus) এর এলাকা ছাড়বেন না, বিশেষ করে জলের মধ্যে! হিপ্পোকে Most Territorial Animal বলা হয়, অর্থাৎ এই প্রাণীটি তার এলাকার সুরক্ষার জন্য যে কোনও মূল্য দিতে প্রস্তুত থাকে এবং অন্য কোনও প্রাণী যদি তার এলাকায় প্রবেশ করার চেষ্টা করে, সে তা সহ্য করতে পারে না। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, আফ্রিকায় এক বছরে প্রায় ৫০০ মানুষের প্রাণ কেড়ে নেয় হিপ্পো।
advertisement
5/6
সবচেয়ে বেশি রেগে যাওয়ার প্রাণী - যে কোনও বিপজ্জনক প্রাণীর কথা বললে, তাদের মধ্যে সেই প্রাণীটিরও কথা বলা উচিত যেটি অত্যন্ত আক্রমণাত্মক এবং রেগে থাকে। এটি হল কুমির (Crocodile), যার সামনে আসা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া। মিষ্টি জলের কুমিরের চাইতে খারাপ, সামুদ্রিক কুমির (Saltwater Crocodile) গুলি নিজের ইচ্ছাতেই আক্রমণ করতে থাকে। এমনকি মানুষকেও কোনও কারণ ছাড়াই আক্রমণ করে তারা। গবেষণায় জানা গিয়েছে, ১৯৪৯ থেকে ২০১৬ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকায় কুমিরের আক্রমণের শিকার হয়েছেন ২১৪ জন মানুষ৷
advertisement
6/6
এগুলি হচ্ছে পৃথিবীর চারটি সবচেয়ে বিপজ্জনক প্রাণী, যারা মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে দিতে পারে। আমরা অনেকেই সাধারণ অনেক বিষয় জানি না৷ তবে জানার বা শেখার তো কোনও শেষ নেই৷ তাই এই তথ্য আপনার উপকারে এলে আমাদেরই লাভ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী কোনটি? ৯০ শতাংশ মানুষ জানে না এর উত্তর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল