TRENDING:

General Knowledge: পুলিশকে বাংলায় কি বলে? সহজ এই প্রশ্নের উত্তর দিতে কালঘাম ছুটে যায়! আপনি জানেন তো?

Last Updated:
General Knowledge: চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে গেলে সবথেকে বেশি যা দরকার পড়ে, তা হল জেনারেল নলেজ। বইয়ের দুনিয়ায় এই সংক্রান্ত একাধিক বইও পাওয়া যায়, যেখানে প্রশ্ন-সহ উত্তর দেওয়া থাকে।
advertisement
1/6
পুলিশকে বাংলায় কি বলে? সহজ এই প্রশ্নের উত্তর দিতে কালঘাম ছুটে যায়! আপনি জানেন?
আমাদের প্রাত্যহিক জীবন হোক কিংবা যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা সর্বত্রই কাজে লাগে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। কথায় বলে, যে মানুষের জেনারেল নলেজ যত বেশি, সে জীবনের সব রকম পরীক্ষাতেই খুব সহজে উত্তীর্ণ হয়। এর মাধ্যমে এমন বেশ কিছু প্রশ্নের উত্তর জানা যায়, যা আমাদের সাধারণ জ্ঞান আরও বিস্তৃত করে তোলে। কখনও কখনও আবার এই সকল প্রশ্নের উত্তর বেশ বৈচিত্র্যপূর্ণ হয়!
advertisement
2/6
দেখা যায় চাকরির জন্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে গেলে সবথেকে বেশি যা দরকার পড়ে, তা হল জেনারেল নলেজ। বইয়ের দুনিয়ায় এই সংক্রান্ত একাধিক বইও পাওয়া যায়, যেখানে প্রশ্ন-সহ উত্তর দেওয়া থাকে।
advertisement
3/6
তবে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন বেশ কিছু জেনারেল নলেজের প্রশ্ন, যার উত্তর যেমন অবাক করে তুলবে, ঠিক তেমনভাবে বাড়বে আপনার সাধারণ জ্ঞান যা আপনাকে সফল ও বুদ্ধিদ্বীপ্ত করে তুলবে।
advertisement
4/6
প্রশ্ন: গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কিসের ওপর নির্ভর করে? উত্তর: রাজ্য সরকার। প্রশ্ন: রাষ্ট্রপতি কোন ধারায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে? উত্তর: ৩৫৬ ধারা।
advertisement
5/6
প্রশ্ন: কোনও কারণে রাষ্ট্রপতির মৃত্যু হলে কিংবা ইস্তফা দিলে তাঁর কার্যালয়ের কার্যভার কে সামলান এবং তা কতদিন দীর্ঘায়িত হয়? উত্তর: উপরাষ্ট্রপতি, সর্বোচ্চ ৬ মাস।
advertisement
6/6
প্রশ্ন: পুলিশকে আঞ্চলিক ভাষায় কি বলে? উত্তর: পুলিশকে আঞ্চলিক ভাষায় পুলিশ-ই বলে। তবে আঞ্চলিক ভাষায় পুলিশের অর্থ অনেক সময় কনস্টেবল, নগরপাল, সিটি গার্ডও হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: পুলিশকে বাংলায় কি বলে? সহজ এই প্রশ্নের উত্তর দিতে কালঘাম ছুটে যায়! আপনি জানেন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল