GK: টুপির উপরে এই বোতামের মত জিনিসটির নাম কী জানেন? কোন কাজেই বা ব্যবহৃত হয়?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
General Knowledge: খেলাধুলায় টুপি ব্যবহার আমরা সকলেই জানি, এছাড়াও বিভিন্ন সময় রোদের তাপ থেকে বাঁচতে হোক বা ফ্যাশন অনেকেই টুপি পরতে ভালবাসেন।
advertisement
1/5

খেলাধুলায় টুপি ব্যবহার আমরা সকলেই জানি, এছাড়াও বিভিন্ন সময় রোদের তাপ থেকে বাঁচতে হোক বা ফ্যাশন অনেকেই টুপি পরতে ভালবাসেন। কিন্তু জানেন কি টুপির উপরের বোতামে মতো অংশটিকে কী বলে, কোন কাজে ব্য়বহৃত হয়?
advertisement
2/5
স্ট্রিকসেন এন্ড মিডিয়াম ওয়েবসাইট অনুসারে, যেই টুপিগুলোতে এই বোতামের মতো অংশটি থাকে তাদের বেসবল ক্যাপ বলা হয়> যদিও বেসবল ছাড়া ক্রিকেট খেলাতেও এই ধরনের টুপি ব্যবহার করা হয়।
advertisement
3/5
টুপিতে থাকা এই ধরনের বোতামকে বলা হয় স্কোয়াটকো বা স্কোয়াটচি। তবে এটির ব্যবহার একটু বুদ্ধি করলেই বলা যাবে। বিভিন্ন মাপের কাপড়ের টুকরো কেটে এই ধরনের টুপি তৈরি হয়।
advertisement
4/5
এই সব কাপড় টুকরোকে জুড়ে মাথায় এই বোতামের মতো অংশটি ব্যবহার করা হয় যাতে সেলাইয়ের জায়গাটি ঢাকা যায়।
advertisement
5/5
এই বোতামের মতো অংশটি না থাকলে সেলাই গুলি সম্পূর্ণ দেখা যেত এবং অগোছালোভাবে কিছু কাপড় বেরিয়েও থাকত যেটা দেখতে খারাপ দেখায়। তাই এই কাপড়ের টুকরো গুলি এবং সেলাইয়ের কিছুটা অংশ ঢেকে রাখতেই ব্যবহার করা হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: টুপির উপরে এই বোতামের মত জিনিসটির নাম কী জানেন? কোন কাজেই বা ব্যবহৃত হয়?