GK: বলুন তো কোন জিনিস আগুনে পোড়ে না, জলেও ডোবে না? আপনিও দেখেছেন! বাড়িতেই আছে...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trending General Knowledge Quiz: মজার ব্যাপার হল এই জিনিসটি প্রায় প্রত্যেকেই দেখেছেন। সকলেরই খুব চেনা। শুধু তাই প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এই অদ্ভুত জিনিসটি।
advertisement
1/9

প্রশ্ন কঠিন, উত্তর সহজ। ধাঁধার মজা এখানেই। ধাঁধার প্রশ্নের উত্তর দিতে গেলে তুখোড় হওয়া চাই সাধারণ জ্ঞান। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের সাধারণ জ্ঞানের প্রশ্ন আসতে পারে।
advertisement
2/9
চাকরির পরীক্ষা হোক বা অন‍্য যে কোনও ধরণের কম্পিটিটিভ এক্সাম। এই সমস্ত পরীক্ষাতেই জেনারেল বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। যে কোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
3/9
বিভিন্ন ক‍্যুইজ কম্পিটিশনেও থাকে এমনই সাধারণ জ্ঞানের প্রশ্ন। জেনারেল নলেজে জ্ঞান ভাল হলে, এমন ধাঁধার উত্তর দেওয়া অভ‍্যেস থাকলে খুব সহজেই ভাল ফল করা যায় ক‍্যুইজেও।
advertisement
4/9
যেমন একটি মজার ধাঁধার প্রশ্ন হল কোন বস্তু শুকনো অবস্থায় ২ কেজি, ভিজলে ওজন কমে হয়ে যায় ১ কেজি। আবার পুড়লে আরও ওজন বেড়ে যায়। হয়ে যায় প্রায় ৩ কেজি।
advertisement
5/9
সচরাচর বেশিরভাগ বস্তু ভিজে গেলে ওজন বেড়ে যায়। এবং পুড়ে গেলে ছাই হয়ে একেবারে হালকা হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে একেবারে উল্টো হয়।
advertisement
6/9
উপরের ধাঁধার উত্তর হল সালফার। এমন কাণ্ড হয় সালফারের ক্ষেত্রে। এরকমই আর একটি প্রশ্ন হল কোন জিনিস আগুনে পোড়ে না, আবার জলেও ডোবে না?
advertisement
7/9
যেকোনও জিনিসকেই আগুনের কাছে আনলেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই জিনিস পোড়ে না। আবার এই জিনিসটিই জলেও ডোবে না। দিব‍্যি ভেসে থাকে।
advertisement
8/9
মজার ব‍্যাপার হল এই জিনিসটি প্রায় প্রত‍্যেকেই দেখেছেন। সকলেরই খুব চেনা। শুধু তাই প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এই অদ্ভুত জিনিসটি।
advertisement
9/9
উপরের ধাঁধার প্রশ্নের উত্তর হল বরফ। বরফ এমনই একটি বস্তু যা আগুনে পোড়ে না, সেইসঙ্গে জলে ডোবেও না। বরফ আগুনের কাছে আনলে গলে যায়। পোড়ে না। আবার জলেও দিব‍্যি ভাসতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বলুন তো কোন জিনিস আগুনে পোড়ে না, জলেও ডোবে না? আপনিও দেখেছেন! বাড়িতেই আছে...