General Knowledge: পাশে কারও উঠলেই আপনারও ওঠে! হাই কি সত্যিই ছোঁয়াচে? ...গবেষণায় উঠে এল অদ্ভুত কারণ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trending GK Yawning: বেশিরভাগ ক্ষেত্রে সকলের মনে হয় হাই ওঠে শারীরিক ক্লান্তি থেকে। তবে জানলে আশ্চর্য হবেন গবেষণা বলছে অন্য কথা।
advertisement
1/11

আপনার পাশে বসা কারও হাই উঠল। সঙ্গে সঙ্গেই দেখলেন আপনারও উঠতে শুরু করল হাই! এমন অভিজ্ঞতা বহুজনেরই হয়েছে। একজন হাই তুললেই পাশের জনেরও উঠতে শুরু করে হাই। তাহলে কি হাই ছোঁয়াচে? হাই নিয়ে কী বলছে বিজ্ঞান।
advertisement
2/11
ঠিক কেন ওঠে হাই? শরীরের কেবল ক্লান্তি, অবসন্নতা থাকলেই কী হাই ওঠে? ঘুম পেলে কেন হাই ওঠে? সর্বোপরি একজনের হাই উঠলে কেন পাশের জনেরও হাই ওঠে? হাই নিয়ে এমন হাজারো প্রশ্ন সকলের মনে।
advertisement
3/11
শরীরের এই বিশেষ কার্যকলাপটি নিয়ে হয়েছে একাধিক গবেষণাও। বেশিরভাগ ক্ষেত্রে সকলের মনে হয় হাই ওঠে শারীরিক ক্লান্তি থেকে। তবে জানলে আশ্চর্য হবেন গবেষণা বলছে অন‍্য কথা।
advertisement
4/11
প্রিন্সটন ইউনিভার্সিটির রিপোর্টে দেখা যায়, হাই তোলা আমাদের মস্তিষ্কের সঙ্গে যুক্ত। গবেষণায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, কাজ করতে করতে মাথা যখন গরম হয়ে ওঠে, তখন মস্তিস্ককে শান্ত করতে বা বলা যায় ঠান্ডা করতেই ওঠে হাই।
advertisement
5/11
এতে শরীরে তাপমাত্রার ভারসাম‍্য বজায় থাকে। আবার শীতকালে গ্রীষ্ণের চেয়ে বেশি হাই ওঠে। কারণ, শীতকালে অক্সিজেনের চাহিদা বেশি থাকে, তাই শীতকালে হাই তোলাও বেশি হয়।
advertisement
6/11
২০০৪ সালে মিউনিখের সাইকিয়াট্রিক ইউনিভার্সিটি হাসপাতালে করা একটি গবেষণা করা হয়েছিল হাই নিয়ে। এই গবেষণার মূল বিষয় হাই ছোঁয়াচে কিনা তা জানা।
advertisement
7/11
প্রায় ৩০০ জনের ওপর করা এই রিসার্চ অনুযায়ী, প্রায় ৩০০ জনের ওপর করা গবেষণায় দেখা গিয়েছে প্রায় ৫০ শতাংশ লোকজনই অন‍্যের দেখে হাই তোলা শুরু করে।
advertisement
8/11
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ঘটনার মূল কারণ হল এক একজন ব্যক্তি কাউকে হাই তুলতে দেখলে ওই ব‍্যক্তির মস্তিস্কের অন্দরের নিউরন সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং তাকে অনুকরণ করতে অনুপ্রাণিত করে। ফলে দ্বিতীয় ব‍্যক্তিও হাই তুলতে শুরু করেন।
advertisement
9/11
শুধু তাই নয়, একটি গবেষণায় আরও বলা হয়েছে যে যাদের মস্তিষ্ক বেশি কাজ করে, তারা দীর্ঘ সময় ধরে হাই তোলেন। এটি ক্লান্তির চেয়ে মস্তিষ্ককে শীতল করা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গেই বিশেষভাবে সম্পর্কিত।
advertisement
10/11
প্রফেসর অ্যান্ড্রু সি গ্যালাপের গবেষণায় উঠে আরও আশ্চর্য একটি তথ‍্য। এই গবেষণাটি অ‍্যানিম্যাল বিহেভিয়ার জার্নালে প্রকাশিত হয়েছিল, এই গবেষণায় বলা হয়েছে হাই তোলা শুধুমাত্র সেই গোষ্ঠীর মধ্যেই ঘটে যারা একে অপরকে সামাজিকভাবে চেনে।
advertisement
11/11
২০২০ সালে পরিচালিত একটি সমীক্ষায় এটিও দেখা গিয়েছে যে যখন হাতিদের সঙ্গে বসবাসকারী মাহুতরা হাই তোলেন, তখন হাতিরাও হাই তোলে কারণ তারা তাদের সঙ্গে সামাজিকভাবে সংযুক্ত ছিল। এই প্রক্রিয়াটি শৈশবকালের পরে শুরু হয়, যখন শিশুদের মস্তিষ্ক সামাজিকভাবে সক্রিয় হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: পাশে কারও উঠলেই আপনারও ওঠে! হাই কি সত্যিই ছোঁয়াচে? ...গবেষণায় উঠে এল অদ্ভুত কারণ