TRENDING:

General Knowledge: বলুন তো কোন ফল নিয়ে প্লেনে ওঠা যায় না? সবাই খেয়েছেন...তবুও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন! ধারালো অস্ত্র নয়, তবু কেন বারণ?

Last Updated:
Trending GK: কিন্তু সেই তালিকায় রয়েছে একটি ফলও। বেশিরভাগ সকলেই খেতে ভালওবাসেন। কোনও ধারালো অস্ত্র, শস্ত্র কিছুই নয়। তা সত্ত্বেও কেন এই ফল নিয়ে প্লেনে ওঠা যায় না।
advertisement
1/8
বলুন তো কোন ফল নিয়ে প্লেনে ওঠা যায় না? সবাই খেয়েছেন..তবুও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
দূরে কোথাও যাওয়ার জন‍্য ভরসা প্লেন। প্লেনে যাওয়ার সময় মোটামুটি সকলের সঙ্গেই থাকে একটি করে ঢাউস ব‍্যাগ। ব‍্যাগে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান সকলে।
advertisement
2/8
ব‍্যাগে থাকে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। খাবারের মধ‍্যে অনেকেই কাছে রাখেন ফল। কিন্তু জানেন কি প্লেনে একটি ফল সঙ্গে নিয়ে ওঠা যায় না!
advertisement
3/8
এরোপ্লেনে চড়তে গেলে সঙ্গে বেশ কিছু জিনিস সঙ্গে রাখা যায় না। ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, দাহ‍্য পদার্থ-সহ একাধিক জিনিসপত্র সঙ্গে নিয়ে প্লেনে ওঠা যায় না।
advertisement
4/8
কিন্তু সেই তালিকায় রয়েছে একটি ফলও। বেশিরভাগ সকলেই খেতে ভালওবাসেন। কোনও ধারালো অস্ত্র, শস্ত্র কিছুই নয়। তা সত্ত্বেও কেন এই ফল নিয়ে প্লেনে ওঠা যায় না।
advertisement
5/8
ফলটি কিন্তু কোনও অচেনা ফল নয়, একেবারে চেনা। তবে বেশিরভাগ জনেই ভুল উত্তর দিয়েছেন এই প্রশ্নের। এমনই চেনা বিষয়ে অনেক কিছুই আমাদের অজানা। যা জানা যায় জেনারেল নলেজের মাধ‍্যমে।
advertisement
6/8
সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অনেক সময় একটু প‍্যাঁচালো হয়। খুবই সাধারণ উত্তরের কোনও প্রশ্নকেই ধাঁধার আকারে লেখা থাকে। তাই জিকে ভাল থাকা অত‍্যন্ত জরুরি।
advertisement
7/8
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। জেনে নেওয়া যাক, কোন ফল নিয়ে প্লেনে ওঠা যায় না।
advertisement
8/8
দেশের একটি সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নারকেল নিয়ে প্লেনে ওঠা যায় না। এর একটি বড় কারণ হল নারকেলের তেলের কারণে এটিকে তেলের দাহ‍্য পদার্থের তালিকায় ফেলা হয়।  
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বলুন তো কোন ফল নিয়ে প্লেনে ওঠা যায় না? সবাই খেয়েছেন...তবুও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন! ধারালো অস্ত্র নয়, তবু কেন বারণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল