TRENDING:

General Knowledge: অদ্ভুত অক্টোবর! ৩১ নয়, ২১ দিনে হয়েছিল এই মাস, ক‍্যালেন্ডারে গায়েব পুরো ১০ দিন? কোন সালে ঘটে এই ঘটনা? সত‍্যিটা জানলে চমকে যাবেন

Last Updated:
Trending GK Quiz on October: ক‍্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ৩১ দিনে হয় অক্টোবর। কিন্ত জানেন কী এক বছর অদ্ভুত ভাবেই অক্টোবর মাস হয়েছিল মাত্র ২১ দিনে। সেবছর ক‍্যালেন্ডারের পাতা থেকে গায়েব হয়ে গিয়েছিল দশ দশটা দিন!
advertisement
1/8
অদ্ভুত অক্টোবর! ৩১ নয়, ২১ দিনে হয়েছিল মাস, গায়েব ১০ দিন? কোন সালে ঘটে এই ঘটনা
অক্টোবর মানেই পুজোর মাস। অক্টোবর এলেই সেইসঙ্গে আসে পুজোর গন্ধ। ক‍্যালেন্ডার অনুযায়ী, ৩১ দিনে হয় এই মাস। কিন্ত জানেন কী এক বছর অদ্ভুত ভাবেই অক্টোবর মাস হয়েছিল মাত্র ২১ দিনে। সেবছর ক‍্যালেন্ডারের পাতা থেকে গায়েব হয়ে গিয়েছিল দশ দশটা দিন!
advertisement
2/8
বহু বছর আগে ঘটেছিল এমনই এক অদ্ভুত কাণ্ড। সে বছর অক্টোবর মাসে ৪ তারিখের পরেই চলে এসেছিল ১৫ তারিখ। অক্টোবর প্রতি বছরই ৩১ দিনে হয়, হঠাত্‍ কেন ২১ দিনে হল? কোথায় গেল ১০ দিন?
advertisement
3/8
ভেবে দেখুন কোনও পুজোর আশপাশের সময় হঠাত্‍ই সবাই দেখলেন অক্টোবর মাস থেকে উধাও পুরো দশ দশটি দিন। ৩১ থেকে কমে দিন হয়ে গিয়েছে মাত্র ২১ টি।
advertisement
4/8
এই অদ্ভুত ঘটনা ঘটেছিল ১৫৮২ সালে। ১৫৮২ সালের ক‍্যালেন্ডার খুললে দেখা যাবে সেই বছর অক্টোবর মাস শেষ মাত্র ২১ দিনে। ক্যালেন্ডার থেকে গায়েব পুরো দশটি দিন।
advertisement
5/8
এই ক‍্যালেন্ডারে দেখবেন অক্টোবর মাসে ৫ থেকে ১৪ তারিখ পর্যন্ত দিনগুলি নেই। ৪ তারিখের পর একেবারে ১৫ তারিখ লেখা। এখন প্রশ্ন হল ১৫৮২ সালে ক্যালেন্ডার থেকে ১০ দিন কমানো হল কেন?
advertisement
6/8
১৫৮২ সালের আগে, জুলিয়ান ক্যালেন্ডার ইউরোপীয় দেশগুলিতে ব্যবহৃত হত, যা ৪০ খ্রিস্টপূর্বাব্দের দিকে রোমান শাসক জুলিয়াস সিজার জারি করেছিলেন।
advertisement
7/8
এটি স্বাভাবিক সৌর বছরের তুলনায় ১১ মিনিট এবং ১৪ সেকেন্ড বেশি ছিল, যার ফলে জুলিয়ান ক্যালেন্ডার প্রতি ৩১৪ বছরে একদিন বৃদ্ধি পায়
advertisement
8/8
এ কারণে খ্রিস্টানদের উৎসব ইস্টারের তারিখ নির্ধারণে বেশ অসুবিধা হচ্ছিল। সেই সমস‍্যা মেটাতেই ১৫৮২ সালে অক্টোবর মাসে দিন বাদ দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: অদ্ভুত অক্টোবর! ৩১ নয়, ২১ দিনে হয়েছিল এই মাস, ক‍্যালেন্ডারে গায়েব পুরো ১০ দিন? কোন সালে ঘটে এই ঘটনা? সত‍্যিটা জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল