TRENDING:

General Knowledge: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

Last Updated:
Trending GK Quiz: এমন প্রাণীও রয়েছে, যে চোখ বন্ধ করেও দিব‍্যি সবকিছু দেখতে পায়। জানেন কোন প্রাণীর রয়েছে এই আশ্চর্য ক্ষমতা?
advertisement
1/9
বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? চার পায়ে হাঁটে!
বিজ্ঞান এগিয়েছে বহুদূর। তবু আজও নানা অজানা রহস‍্যে মোড়া এই বিশ্বব্রহ্মাণ্ড। এখনও অংসখ‍্য প্রশ্নের উত্তর বিজ্ঞানীদেরও অজানা। প্রকৃতির সৃষ্টিরহস‍্য আজও আমাদের অবাক করে প্রতিনিয়ত।
advertisement
2/9
ক্ষুদ্রাতিক্ষুদ্র ব‍্যাক্টেরিয়া, ভাইরাস থেকে শুরু করে বিশালাকার তিমি কিংবা হাতি। জীবজগতে এমন অনেক ধরণের প্রাণী রয়েছে, যাদের বৈশিষ্ট জানলে বিস্মিত হতে হয়।
advertisement
3/9
ঠিক যেমন এমন প্রাণীও রয়েছে, যে চোখ বন্ধ করেও দিব‍্যি সবকিছু দেখতে পায়। জানেন কোন প্রাণীর রয়েছে এই আশ্চর্য ক্ষমতা?
advertisement
4/9
এই ধরণের নানা অদ্ভুত প্রশ্নের উত্তর জানার জন‍্য জেনারেল নলেজ বা জিকের জ্ঞান ভাল হওয়া জরুরি। চাকরির পরীক্ষাতে সফল হতে গেলেও সাধারণ জ্ঞান সম্পর্কে সম‍্যক ধারণা থাকা দরকার।
advertisement
5/9
শুধু চাকরির পরীক্ষাই নয়, অনেকেই বিভিন্ন ধরণের ক‍্যুইজ কম্পিটিশনে যোগ দেন। জেনারেল নলেজ ভাল থাকলে ক‍্যুইজ কম্পিটিশনে প্রতিযোগীকে হারানোই মুশকিল।
advertisement
6/9
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
advertisement
7/9
পরীক্ষায় পাশ করাই হোক বা অজানাকে জানার তাগিদ। এখন জেনে নেওয়া কোন প্রাণীর রয়েছে চোখ বন্ধ করেও দেখার আশ্চর্য ক্ষমতা।
advertisement
8/9
এই প্রশ্নের উত্তর হল উট। অবশ‍্য কেবলমাত্র উট নয়। এই আশ্চর্য ক্ষমতা অক্টোপাস, পেঁচা, বাদুড়ের মতো বেশ কিছু প্রাণীর রয়েছে।
advertisement
9/9
উটের বাসস্থান হল প্রধানত মরু অঞ্চল। যেখানে ধুলোবালির পরিমাণ অত‍্যন্ত বেশি। তাই উটের একটি নয়, তিনটি অক্ষিপল্লব বা চোখের পাতা রয়েছে। এর মধ‍্যে ২ টি পাতা বন্ধ রেখেও উট অনায়াসে বাইরের জিনিস দেখতে পায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব‍্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল