General Knowledge: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Trending GK Quiz: এমন প্রাণীও রয়েছে, যে চোখ বন্ধ করেও দিব্যি সবকিছু দেখতে পায়। জানেন কোন প্রাণীর রয়েছে এই আশ্চর্য ক্ষমতা?
advertisement
1/9

বিজ্ঞান এগিয়েছে বহুদূর। তবু আজও নানা অজানা রহস্যে মোড়া এই বিশ্বব্রহ্মাণ্ড। এখনও অংসখ্য প্রশ্নের উত্তর বিজ্ঞানীদেরও অজানা। প্রকৃতির সৃষ্টিরহস্য আজও আমাদের অবাক করে প্রতিনিয়ত।
advertisement
2/9
ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাক্টেরিয়া, ভাইরাস থেকে শুরু করে বিশালাকার তিমি কিংবা হাতি। জীবজগতে এমন অনেক ধরণের প্রাণী রয়েছে, যাদের বৈশিষ্ট জানলে বিস্মিত হতে হয়।
advertisement
3/9
ঠিক যেমন এমন প্রাণীও রয়েছে, যে চোখ বন্ধ করেও দিব্যি সবকিছু দেখতে পায়। জানেন কোন প্রাণীর রয়েছে এই আশ্চর্য ক্ষমতা?
advertisement
4/9
এই ধরণের নানা অদ্ভুত প্রশ্নের উত্তর জানার জন্য জেনারেল নলেজ বা জিকের জ্ঞান ভাল হওয়া জরুরি। চাকরির পরীক্ষাতে সফল হতে গেলেও সাধারণ জ্ঞান সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার।
advertisement
5/9
শুধু চাকরির পরীক্ষাই নয়, অনেকেই বিভিন্ন ধরণের ক্যুইজ কম্পিটিশনে যোগ দেন। জেনারেল নলেজ ভাল থাকলে ক্যুইজ কম্পিটিশনে প্রতিযোগীকে হারানোই মুশকিল।
advertisement
6/9
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
advertisement
7/9
পরীক্ষায় পাশ করাই হোক বা অজানাকে জানার তাগিদ। এখন জেনে নেওয়া কোন প্রাণীর রয়েছে চোখ বন্ধ করেও দেখার আশ্চর্য ক্ষমতা।
advertisement
8/9
এই প্রশ্নের উত্তর হল উট। অবশ্য কেবলমাত্র উট নয়। এই আশ্চর্য ক্ষমতা অক্টোপাস, পেঁচা, বাদুড়ের মতো বেশ কিছু প্রাণীর রয়েছে।
advertisement
9/9
উটের বাসস্থান হল প্রধানত মরু অঞ্চল। যেখানে ধুলোবালির পরিমাণ অত্যন্ত বেশি। তাই উটের একটি নয়, তিনটি অক্ষিপল্লব বা চোখের পাতা রয়েছে। এর মধ্যে ২ টি পাতা বন্ধ রেখেও উট অনায়াসে বাইরের জিনিস দেখতে পায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বলুন তো কোন প্রাণী চোখ বন্ধ করেও দিব্যি সব দেখতে পায়? নামটা খুব চেনা, চার পায়ে হাঁটে, ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন