General knowledge: জিনিয়াসদের দেশ! পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ বাস করেন জানেন? IQ-এর নিরিখে প্রথম স্থানে কার নাম? তালিকায় ভারত কত নম্বরে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
General knowledge: ভারতে বুদ্ধিমানদের অভাব নেই। এ দেশের বুদ্ধিমত্তার চর্চা হয় বিদেশেও। কিন্তু আশ্চর্য বিষয় হল গড় বুদ্ধিমত্তার তালিকায় অনেক পিছিয়ে ভারত।
advertisement
1/8

পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ বাস করেন? মানুষের বুদ্ধিমত্তা মাপা হয় IQ-এর নিরিখে। তাই যে দেশের গড় IQ সবচেয়ে বেশি, সেই দেশেই সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ বাস করেন বলে মনে করা হয়।
advertisement
2/8
ভারতে বুদ্ধিমানদের অভাব নেই। এ দেশের বুদ্ধিমত্তার চর্চা হয় বিদেশেও। কিন্তু আশ্চর্য বিষয় হল গড় বুদ্ধিমত্তার তালিকায় অনেক পিছিয়ে ভারত। নীচে সেরা IQ-এর নিরিখে প্রথম পাঁচটি দেশের তালিকা দেওয়া হল।
advertisement
3/8
১. জাপান: IQ-এর নিরিখে প্রথম হল জাপান। ইন্টেলিজেন্ট কোসেন্ট অর্থাৎ IQ এর ভিত্তিতে কোনও ব্যক্তির বুদ্ধির মূল্যায়ন করা হয়। জাপান-এ গড় IQ ১০৬.৪৮। জাপান প্রযুক্তি এবং উদ্ভাবনে বিশ্বে সবচেয়ে এগিয়ে।
advertisement
4/8
২. তাইওয়ান: এই তালিকায় দ্বিতীয় নাম তাইওয়ান-এর। তাইওয়ান-এর গড় IQ ১০৬.৪৭। বিজ্ঞান, গণিত, প্রযুক্তি-র মতো বিষয়গুলিকে তাইওয়ানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
advertisement
5/8
৩. সিঙ্গাপুর: বুদ্ধিমান দেশের তালিকায় তৃতীয় স্থানে সিঙ্গাপুর। এই দেশের গড় IQ ১০৫.৮৯। সিঙ্গাপুর-এ অনেক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, যা প্রযুক্তি এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। এটি শিক্ষার একটি কেন্দ্রও।
advertisement
6/8
৪. হংকং: চতুর্থ স্থানে রয়েছে হংকং। গড় IQ ১০৫.৩, যা দেখায় যে এখানকার মানুষ কতটা বুদ্ধিমান। এখানেও উদ্ভাবনে অনেক জোর দেওয়া হয়। এটি একটি শিক্ষা এবং আর্থিক কেন্দ্রও।
advertisement
7/8
৫. চিন: বিশ্বের অর্থনৈতিক দিক দ্বিতীয় স্থানে থাকা চিন রয়েছে দ্বিতীয় স্থানে। চিনের গড় IQ ১০৪.১। চীন-এ বিজ্ঞান, প্রযুক্তি এবং পড়াশোনায় অনেক বেশি জোর দেওয়া হয়।
advertisement
8/8
প্রসঙ্গত, IQ-এর নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে ভারত। কিছু রিপোর্ট অনুসারে ভারতের স্থান গড় বুদ্ধিমত্তার নিরিখে ১৪৩ নম্বরে। ভারতের গড় IQ-৭৬.২।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General knowledge: জিনিয়াসদের দেশ! পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ বাস করেন জানেন? IQ-এর নিরিখে প্রথম স্থানে কার নাম? তালিকায় ভারত কত নম্বরে?